গত ৫ বছরে দারিদ্র্যবিমোচনে ১.৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থবরাদ্দ করেছে চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক
  2020-09-20 16:24:41  cri
সেপ্টেম্বর ২০: গত আগস্ট পর্যন্ত বিগত পাঁচ বছরে দারিদ্র্যবিমোচন খাতে ১.৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থবরাদ্দ করেছে চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক জানায়, সাম্প্রতিক বছরগুলোতে নীতিগত সুবিধা, ব্যাংক ও প্রশাসনের মধ্যে সহযোগিতা এবং দায়িত্ব পালন জোরদার করাসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে দরিদ্র অঞ্চলে দারিদ্র্যমুক্তকরণে সমর্থন বাড়ানো হয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ব্যাংক মূলত মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া ও বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গুরুত্বপূর্ণ উন্নয়নে সেবা দেয়।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040