চীনের থিয়ান ওয়েন-১ নামক মঙ্গল গ্রহ অনুসন্ধানকারী যান  ১৫ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরত্ব পার হয়েছে
  2020-09-19 19:03:00  cri

সেপ্টেম্বর ১৯: বেইজিং সময় গতকাল (শুক্রবার) সাড়ে ৮টা পর্যন্ত চীনের থিয়ান ওয়েন-১ নামের মঙ্গল গ্রহ অনুসন্ধানকারী যান ১৫ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরত্ব পার হয়েছে। বর্তমানে যন্ত্রটি পৃথিবী থেকে ১ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে।

গতকাল (শুক্রবার) চীনের ফুচৌ শহরে অনুষ্ঠিত মহাকাশ সম্মেলনে এ যন্ত্রের প্রধান নকশাকার চাং রুং ছিয়াও এ কথা বলেছেন।

চাং রু ছিয়াও বলেন, থিয়ান ওয়েন-১ যান যাত্রাপথে পৃথিবী ও চাঁদের যৌথ ছবি তুলেছে। বর্তমানে যন্ত্রটির ব্যবস্থাগুলো সুষ্ঠুভাবে চলছে।

যন্ত্রটি আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040