উইচ্যাট ও টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2020-09-19 19:02:13  cri
সেপ্টেম্বর ১৯: উইচ্যাট ও টিকটকের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার বিরোধিতা করে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ প্রতিবাদ জানায়।

মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র অযৌক্তিকভাবে উইচ্যাট ও টিকটক নিষিদ্ধ করেছে, যা শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসা এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা নষ্ট করেছে।

চীন যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী আচরণ বন্ধ করা এবং সমতাসম্পন্ন ও স্বচ্ছ আন্তর্জাতিক নিয়মকানুন রক্ষার তাগিদ দেয়। যুক্তরাষ্ট্র একতরফাভাবে তত্পরতা চালালে প্রয়োজনে চীন নিজের শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040