চীন ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
  2020-09-19 16:03:41  cri
সেপ্টেম্বর ১৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এরনেস্টো আরাউজো'র সঙ্গে ফোনালাপ করেছেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের প্রেসিডেন্ট গত বছর সফর বিনিময় করেছেন এবং কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বেশ কয়েকবার ফোনালাপ করেছেন; যা দু'দেশের সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। পরবর্তীকালে দু'দেশের প্রেসিডেন্টদ্বয়ের মতৈক্য বাস্তবায়ন, কোভিড-১৯ মোকাবিলার দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা এবং দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বেগবান করা হবে।

ওয়াং ই বলেন, চীন ও ব্রাজিল উভয়ই গুরুত্বপূর্ণ দেশ। দু'দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতা এবং মতভেদের চেয়ে মতৈক্য বেশি রয়েছে। চীন ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষা করা এবং বহুপক্ষবাদে অবিচল থাকার পাশাপাশি সমতাসম্পন্ন ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা সুসংহত করতে ইচ্ছুক।

এরনেস্টো আরাউজো ব্রাজিলকে চীনের দেওয়া চিকিত্সাসামগ্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাজিল চীনের সঙ্গে ভ্যাক্সিন গবেষণা ও উন্নয়নে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দুটি দেশ হিসেবে ব্রাজিল ও চীনের মধ্যে পরিপক্ব, পারস্পরিক কল্যাণকর ও সুসংহত সম্পর্ক গড়ে উঠেছে। ব্রাজিল চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশ রক্ষা, দূষণমুক্ত জ্বালানি, ডিজিটাল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040