জনগণের সুখী জীবন হলো সবচেয়ে বড় মানবাধিকার: চীনা প্রতিনিধি
  2020-09-18 19:01:28  cri

সেপ্টেম্বর ১৮: ১৬ ও ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে উন্নয়ন অধিকার নিয়ে আলোচনা করা হয়। অধিবেশনে উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক সমাজ উন্নয়ন অধিকার বাস্তবায়ন করতে এবং উন্নয়ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায়।

অধিবেশনে চীনা প্রতিনিধি বলেন, বর্তমানে একতরফাবাদ ও সংরক্ষণবাদ ছড়িয়ে পড়ছে, বিশ্বে উন্নয়ন অধিকার প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। নভেল করোনাভাইরাস মহামারি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে, বিভিন্ন দেশের উন্নয়ন অধিকার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের উচিত আদ্দিস আবাবা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা, উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি পূরণ করা, এবং বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের উচিত আন্তর্জাতিক সহযোগিতায় অবিচল থাকা, একসঙ্গে কার্যকর পদক্ষেপ নিয়ে মহামারি প্রতিরোধ করা, এবং মহামারির রাজনীতিকরণের বিরোধিতা করা।

চীনা প্রতিনিধি বলেন, জনগণের সুখ হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার। বিভিন্ন দেশের উচিত জাতিসংঘের 'উন্নয়ন অধিকার ঘোষণা' নির্দেশনা হিসেবে নিয়ে জনগণ কেন্দ্র করে, 'টেকসই উন্নয়ন এজেন্ডা' বাস্তবায়নের চেষ্টা করা। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040