চীনের প্রথম জাতীয় হাইড্রোজেন শক্তি পরীক্ষাকেন্দ্রের নির্মাণকাজ শুরু
  2020-09-18 16:02:26  cri

সেপ্টেম্বর ১৮: চীনের প্রথম জাতীয় হাইড্রোজন শক্তি তত্ত্বাবধান ও পরীক্ষাকেন্দ্রের নির্মাণকাজ বুধবার ছোংছিংয়ে শুরু হয়। এটি নির্মিত হলে চীনের হাইড্রোজন শক্তি শিল্প চেইনের পরীক্ষা দক্ষতা উন্নত হবে, চীনের হাইড্রোজন শক্তি শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং চীনের জ্বালানি ও গাড়ি শিল্পের উন্নয়নে অগ্রগতি অর্জিত হবে।

জাতীয় হাইড্রোজন শক্তি তত্ত্বাবধান ও পরীক্ষাকেন্দ্রে মোট বিনিয়োগ হবে ৫০ কোটি ইউয়ান। কেন্দ্রে ৫টি পরীক্ষাগার থাকবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040