মূল প্রযুক্তি নিজেদের হাতে রাখতে হবে: সি চিন পিং
  2020-09-18 16:01:30  cri

সেপ্টেম্বর ১৮: গতকাল (বৃহস্পতিবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং হুনান প্রদেশে তার সফর অব্যাহত রাখেন। এসময় তিনি প্রদেশটির রাজধানী হাংশার শানহ্য বুদ্ধিমান সরঞ্জাম নির্মাণ কোম্পানি পরিদর্শন করেন। কোম্পানিটি প্রতিষ্ঠার পর বিগত ২১ বছরে ২০০টিরও বেশি মেধাস্বত্ব ও উচ্চ প্রযুক্তির সরঞ্জামের অধিকারী হয়েছে। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে পণ্যও রফতানি করছে কোম্পানিটি। এটি বিশ্বের ৫০টি সবচেয়ে শক্তিশালী সরঞ্জাম নির্মাণ কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত আছে। কোম্পানি পরিদর্শনকালে সি চিন পিং বলেন, দেশের উন্নয়ন চাইলে মূল প্রযুক্তি ও যন্ত্রনির্মাণ শিল্প নিজেদের হাতে রাখতে হবে।

 

তা ছাড়া, সি চিন পিং মালানশান ভিডিও সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প পার্কও পরিদর্শন করেন। শিল্প পার্কে উচ্চ প্রযুক্তির ভিত্তিতে ডিজিটাল ভিডিও শিল্প চেইন নির্মিত হচ্ছে। তিনি সেখানকার কর্মীদের সঙ্গে ভিডিও উন্নয়নের বিষয়ে আলাপ করেন।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040