"২০২০ ওয়ার্ল্ড থিয়েটার বেইজিং ফোরাম" অনলাইনে শুরু হয়েছে
  2020-09-18 15:23:06  cri
সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস আয়োজিত "২০২০ ওয়ার্ল্ড থিয়েটার বেইজিং ফোরাম" অনলাইনে অনুষ্ঠিত হয়। এর থিম হলো "মহামারীর সংকট ও সুযোগ"। ২৭টি দেশ ও অঞ্চল থেকে প্রায় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বর্তমান পারফর্মিং আর্ট প্রতিষ্ঠানের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে "অনলাইন প্ল্যাটফর্মে" যোগ দেন। পরিষেবা বাণিজ্যমেলার এই অধিবেশনের একটি অনলাইন ফোরাম হিসাবে, ওয়ার্ল্ড থিয়েটার বেইজিং ফোরাম বৈশ্বিক আর্ট সংস্থাগুলিকে আরও গভীর বিনিময় ও পারস্পরিক শিক্ষাগ্রহণে সমর্থন দেয়। এটি অতিথিদের অনেক প্রশংসা কুড়ায়।

"২০২০ ওয়ার্ল্ড থিয়েটার বেইজিং ফোরাম" দুই দিন স্থায়ী হয়। বিষয়গুলি সরাসরি মহামারীর অধীনে পারফর্মিং আর্টস শিল্প বিকাশের পয়েন্ট ও অসুবিধা নিয়ে আলোচনা করে। দেশ-বিদেশের অতিথিদের বিনিময় পারফর্মিং আর্টস শিল্প বিকাশে নতুন অনুপ্রেরণা যোগায়। ফোরাম চলাকালীন, "ওয়ার্ল্ড থিয়েটার অ্যালায়েন্স" আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৭টি দেশ ও অঞ্চল থেকে ২৪টি পারফর্মিং আর্টস জোটের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে ওঠে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040