দক্ষিণ সুদানকে জরুরিভিত্তিতে খাদ্যসাহায্য দিল চীন
  2020-09-18 14:27:13  cri
সেপ্টেম্বর ১৮: দক্ষিণ সুদানকে জরুরিভাবে খাদ্যসাহায্য দিয়েছে চীন। এ উপলক্ষ্যে একটি হস্তান্তর অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ সুদানের রাজধানী জুবা শহরে আয়োজন করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে দক্ষিণ সুদানের মানবিক ত্রাণ ও দুর্যোগ প্রশমন বিষয়ক মন্ত্রী পিটার মায়েন মাজঙ্গদিত দক্ষিণ সুদানের সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটিতে সময়মতো মূল্যবান খাদ্যসাহায্য দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বহু বছর ধরে চীন দক্ষিণ সুদানকে মানবিক সাহায্য ও চিকিত্সাসামগ্রী সাহায্য দিয়ে আসছে এবং দক্ষিণ সুদানের অবকাঠামো নির্মাণকাজেও সাহায্য করে আসছে। ভবিষ্যতে দক্ষিণ সুদান এবং চীন সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দক্ষিণ সুদানে চীনের রাষ্ট্রদূত হুয়া নিং অনুষ্ঠানে বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস এবং নভেল করোনাভাইরাস মহামারি ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ সুদানের মানবিক সংকট তীব্রতর হয়েছে। দেশটির অর্ধেক লোক গুরুতর খাদ্যসংকটের মধ্যে পড়ে গেছে। চীন সরকার এবং জনগণ সাধ্যমতো দক্ষিণ সুদানকে সাহায্য দিতে ইচ্ছুক।

(লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040