'বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র চীনেই চলতি বছর ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে'
  2020-09-17 16:01:19  cri
সেপ্টেম্বর ১৭: স্থানীয় সময় গতকাল (বুধবার) প্যারিসভিত্তিক 'অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা'র সর্বশেষ 'বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস' প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবদেনে চলতি বছর এবং পরের বছরে বিশ্বের এবং প্রধান অর্থনৈতিক সত্তাগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিসংক্রান্ত পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র চীনের জিডিপি-ই চলতি বছর বাড়বে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রতিবেদন অনুসারে, চলতি বছর বৈশ্বিক অর্থনীতি ৪.৫ শতাংশ সঙ্কুচিত হবে। বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্তাগুলোর অর্থনীতি নিয়েও প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুসারে, চলতি বছর চীনের জিডিপিতে তুলনামূলকভাবে কম প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে, চীনই হবে জি-২০-র একমাত্র সদস্য, যার অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হবে।

চায়না মিডিয়া গ্রুপের এক সংবাদদাতার একান্ত সাক্ষাত্কারে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার অর্থনৈতিক নীতি অফিসের পরিচালক মার্গিট মোলনার বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারি নিয়ন্ত্রণে চীন সফল হয়েছে। এর ফলে দেশটি দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পেরেছে। এর ফলেই চীন চলতি বছর অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। তিনি বলেন,

"চীন আমাদের পূর্বাভাসে একমাত্র ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্থনৈতিক সত্তা কেন? প্রথম কারণ হচ্ছে প্রাপ্ত উপাত্ত। অন্যটি হলো, এখন পর্যন্ত বিশ্বে একমাত্র চীনই মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। মহামারি নিয়ন্ত্রণে আসায় দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সবার আগে শুরু হয়েছে।"

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনা অর্থনীতির একাধিক সূচক চলতি বছরে প্রথমবারের জন্য ইতিবাচক হয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন যে, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারে ইতিমধ্যে একটি তুলনামূলক শক্ত ভিত্তি তৈরি হয়েছে। চলতি বছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে চীনের অর্থনীতি এর বর্তমান পুনরুদ্ধারের গতি ধরে রাখতে পারবে কি না, সে সম্পর্কে পরিচালক মার্গিট বলেন, এটি খুবই সম্ভব। পরিচালক বলেন,

"আমি মনে করি ধারাবাহিকতার সম্ভাবনা আছে, এবং প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, বর্তমানে অর্থনৈতিক কাঠামোতে তুলনামূলকভাবে বড় পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ, আমরা দেখতে পাই যে, তথ্যপ্রযুক্তি এবং সফ্টওয়্যার শিল্পের অনুপাত বৃদ্ধি পাচ্ছে, এবং আর্থিক শিল্পের অনুপাতও বাড়ছে। এই ধরনের কাঠামোগত পরিবর্তনগুলির কারণে, আমি এটি প্রত্যাশার চেয়ে বেশি হবে বলে মনে করি।"

চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে ভাল বলে নিশ্চিত করে পরিচালক মার্গিত আরও বলেছিলেন যে, মহামারির প্রভাবে প্রচুর সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করা ক্যাটারিং, হোটেল এবং অন্যান্য পরিষেবা শিল্প এখনও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। কর্মসংস্থান স্থানান্তর এবং গ্যারান্টিযুক্ত আয়ের বৃদ্ধি সামাজিক ভোগ বৃদ্ধি করতে ও একটি স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারকাজ বাস্তবায়নকে সম্ভব করতে সাহায্য করবে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, জি-২০-র বেশিরভাগ সদস্যের অর্থনীতি অভূতপূর্ব হ্রাস পেয়েছে। চীন একমাত্র সদস্য যে ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দ্বিতীয় প্রান্তিকে চীন ১১.৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসাবে, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্ব অর্থনীতির জন্য কতোটা তাত্পর্যপূর্ণ? পরিচালক মার্গিট বলেন, বর্তমানে কিছু দেশ চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা অনুভব করতে শুরু করেছে। চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার কিছু কাঁচামাল উত্পাদনকারী দেশের জন্য কল্যাণকর। কিছু দেশ রয়েছে যাদের কাছ থেকে চীন ইন্টিগ্রেটেড সার্কিট আমদানি করে। এ ধরনের সার্কিট আমদানি ইদানিং বাড়িয়ে চীন। সুতরাং এই দেশগুলি ইতিমধ্যেই চীনের দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের সুফল ভোগ করতে শুরু করেছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040