সুদের হার অপরিবর্তিত রাখল মার্কিন ফেডারেল রিজার্ভ
  2020-09-17 14:39:35  cri

সেপ্টেম্বর ১৭: মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটি গতকাল (বুধবার) জানায়, ফেডারেল তহবিলের সুদের হার শূন্য থেকে ০.২৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখা হবে। আর ফেডারেল রিজার্ভের অধিকাংশ কর্মকর্তা মনে করেন, এ সুদের হার ২০২৩ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। দু'দিনব্যাপী মুদ্রানীতিসংক্রান্ত সম্মেলনের পর ফেডারেল রিজার্ভ প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মহামারি স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক তত্পরতা, কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতির ওপরে গুরুতর প্রভাব ফেলেছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক তত্পরতা ও কর্মসংস্থান পরিস্থিতির খানিকটা উন্নতি ঘটলেও, বছরের শুরুর দিকের তুলনায় এখনও তা নিম্ন পর্যায়ে রয়েছে। ভবিষ্যতের অর্থনীতির উন্নয়ন অনেকটাই নির্ভর করছে মহামারি পরিস্থিতির উন্নয়নের ওপর।

বিবৃতিতে আরও বলা হয়, ফেডারেল রিজার্ভ অব্যাহতভাবে মুক্ত মুদ্রানীতি অনুসরণ করে যাবে। আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভ মার্কিন রাষ্ট্রীয় ঋণ এবং বন্ধকি ঋণ পোষণ করবে, যাতে বাজারের জন্য স্থিতিশীল ও মুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়।

বিবৃতি অনুসারে, ২০২০ সালে মার্কিন জিডিপি ৩.৭ শতাংশ কমে যাবে। তা ছাড়া, ২০২১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৪ শতাংশ এবং ২০২২ সালে তা ৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। (ইয়াং/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040