জাতিসংঘে দক্ষিণ সুদান ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরলেন চীনা প্রতিনিধি
  2020-09-17 14:23:04  cri
সেপ্টেম্বর ১৭: জাতিসংঘে চীনের উপ-প্রতিনিধি তেই পিন গতকাল (বুধবার) দক্ষিণ সুদানসংক্রান্ত জাতিসংঘের এক প্রকাশ্য অনলাইন-সম্মেলনে দেওয়া এক ভাষণে দক্ষিণ সুদান ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, চীন দক্ষিণ সুদানের পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখে আসছে। নভেল করোনাভাইরাস মহামারি এবং তেলের দাম হ্রাসসহ বিভিন্ন কারণে দক্ষিন সুদানের অর্থনীতি ও মানবিক পরিস্থিতি খারাপ হচ্ছে। দক্ষিণ সুদানের সংঘাতময় পরিস্থিতির উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, দক্ষিণ সুদানের অর্থনৈতিক ভিত্তি এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা দুর্বল। আন্তর্জাতিক সমাজের উচিত দেশটিকে সাহায্য করা। বিশেষ করে, অর্থনীতি ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দক্ষিণ সুদানকে সাহায্য দেওয়া উচিত। চীন মনে করে, নিরীহ লোকদের রক্ষা করতে আগে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং অর্থনীতির পুনরুদ্ধার জরুরি।

প্রতিনিধি বলেন, চীন অব্যাহতভাবে দক্ষিণ সুদানের রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করে যাবে এবং সেখানকার মহামারি প্রতিরোধে ও অর্থনীতির নির্মাণকাজে অবদান রেখে যাবে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040