৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
  2020-09-17 10:35:05  cri

ভেনিস চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। ১৯৩২ সালে কাউন্ট জুজেপ্পে ভল্পি-এর হাত ধরে "Esposizione Internazionale d'Arte Cinematografica" নামে এর প্রচলন শুরু হয়, সেই থেকে প্রতি বছর অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বর এর শুরুতে ভেনিসের লিডো দ্বীপে এই উৎসব উদযাপিত হয়ে আসছে। লুঙ্গোমারে মার্কোনি (Lungomare Marconi) অঞ্চলের ঐতিহাসিক প্যালাজো দেল সিনেমা (Palazzo del Cinema) থিয়েটারে বাছাই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কান চলচ্চিত্র উৎসব ও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর পাশাপাশি এটি বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি।

এটি ভেনিস বিয়েনিয়াল এর একটি অংশ। উৎসবের প্রধান পুরস্কারসমূহের মধ্যে রয়েছে গোল্ডেন লায়ন যা প্রদর্শনীর শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়; সিলভার লায়ন, যা প্রদর্শনীর শ্রেষ্ঠ পরিচালককে দেওয়া হয়; এবং ভল্পি কাপ, যা শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীকে দেওয়া হয়। ২০০২ সালে স্রোতের বিপরীতে চলা শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য "স্যান ম্যাক্রো পুরস্কার" নামে অপর একটি পুরস্কার প্রদান চালু হয়।

ভেনিস চলচ্চিত্র উত্সবের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয় ১৯৩২ সালে ৬ থেকে ২১ আগস্ট। ১৯৩৫ সাল থেকে ওত্তাভিও ক্রোজের পরিচালনায় প্রতি বছর এই উত্সব অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর শ্রেষ্ঠ অভিনয়ের পুরস্কারে নাম পরিবর্তন করে রাখা হয় ভল্পি কাপ। ১৯৩৬ সালে প্রথমবারের মত আন্তর্জাতিক জুরি কর্তৃক মনোনয়ন দেওয়া হয় এবং ১৯৩৭ সালে লুইজি কোয়াগ্লিয়াতার নকশাকৃত নিউ সিনেমা প্যালেসে এই উত্সবের উদ্বোধন করা হয়।

ভেনিস চলচ্চিত্র উত্সবের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়ার পর এখন আমরা ৭৭তম ভেনিস চলচ্চিত্র উত্সবের ওপর নজর দেবো।

করোনার মধ্যেও অনুষ্ঠিত হয়ে গেল ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসব। এবারের আসরে নোম্যাডল্যান্ড, পাইফ্রান্সেসকো ফ্যাভিনো, ভ্যানেসা কিরবি, কিয়োশি কুরোসাওয়া এবং চৈতন্য তামহানের হাতেই উঠেছে বেশিরভাগ পুরস্কার।

তারমধ্যে সম্মানজনক ফিপ্রেসি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে চৈতন্য তামহানের মারাঠি ছবি 'দ্য ডিসিপল'। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসি) হলো বিশ্বজুড়ে চলচ্চিত্র সংস্কৃতির উন্নয়ন ও সম্প্রসারণের জন্য কাজ করা সংস্থা। চলচ্চিত্রে পেশাদার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সুরক্ষার জন্যও কাজ করে এটি। ১৯৩০ সালে বেলজিয়ামের ব্রাসেলসে গঠিত হয় ফিপ্রেসি। বিশ্বজুড়ে পেশাদার চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র সাংবাদিকরা এ সংস্থাটির সদস্য হয়ে থাকেন।

সমালোচক পুরস্কারটি লাভ করার পর চৈতন্য তামহানে এক বিবৃতিতে বলেন, 'ফিপ্রেসি ও এর বিচারক সদস্যদের হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। এ পুরস্কার বিশেষভাবে সম্মানজনক। কারণ এর বিচারকদের মধ্যে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকরা। দুর্দান্তভাবে 'দ্য ডিসিপল'র যাত্রা শুরু হওয়ায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।

এই দ্বিবার্ষিক উৎসবে গত সপ্তাহেই চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। প্রিমিয়ারের পরপরই সমালোচকদের দারুণ প্রশংসা পায় 'দ্য ডিসিপল'। ভারতীয় ধ্রুপদী সংগীতের ঐতিহ্য ও তাৎপর্যকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়। তার উপযুক্ত স্বীকৃতিও পেয়েছেন নির্মাতা চৈতন্য। চারদিকে তার সিনেমার প্রশংসা।

ছবির প্রিমিয়ারের দিন পরিচালক চৈতন্য, প্রধান অভিনেতা আদিত্য মোদক ও ছবির প্রযোজক বিজয় গোম্বার রেড কার্পেটে হেঁটেছেন।

২০১৪ সালে চৈতন্য তামহানের নির্মাণ করা প্রথম ছবিও জায়গা করে নিয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে। ভারতের জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল সেই ছবি। তবে কখনোই তিনি ভারতীয় গণমাধ্যমের আদর পাননি। এবারেও তার ছবিটি ভেনিস উৎসবে প্রিমিয়ার হওয়ার আগে বা পরে তেমন মাতামাতি দেখা যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সর্বশেষ ১৯৯০ সালে উপমহাদেশ থেকে ফিপ্রেসি অ্যাওয়ার্ড জিতেছিল অদূর গোপালকৃষ্ণন নির্মিত 'মাথিলুকাল'।

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর থেকে থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে ভেনিস চলচ্চিত্র উৎসব। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছিল এই উৎসবের।

ইতালির ভেনিস চলচ্চিত্রে উৎসবের পর্দা নামল শনিবার। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ এ উৎসবের ৭৭তম আসর বসেছিল এবার। শুরু হয়েছিল গত ২ সেপ্টেম্বর।

এবার আসরে উৎসবের সর্বোচ্চ পদক 'গোল্ডেন লায়ন' জিতে নিয়েছে চীনা পরিচালক ক্লোয়ি জাওয়ের 'নোম্যাডল্যান্ড'। ২০১৭ সালে প্রকাশিত জেসিকা ব্রুডারের নন-ফিকশন গ্রন্থ 'নোম্যাডল্যান্ড: সার্ভাইভিং আমেরিকা ইন দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি' অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে আমেরিকান ক্যারাভ্যানবাসী কমিউনিটিকে ফুটিয়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।

আমেরিকা প্রবাসী চীনা নির্মাতা ক্লোয়ির এই চলচ্চিত্রটি আগামী ৪ ডিসেম্বর সিনেমা-হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 'গোল্ডেন লায়ন' জয় করায় এটি ২০২১ সালের অস্কারে শুরু থেকেই সুবিবেচনায় থাকবে। বলে রাখা ভালো, করোনাভাইরাস বাস্তবতায় একের পর এক চলচ্চিত্র উৎসব স্থগিত অথবা ভার্চুয়ালি আয়োজিত হলেও, ভেনিস সে পথে হাঁটেনি। বরং স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সশরীর উপস্থিতিতে বসেছিল এবারের আসর।

ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২০ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরছি।

গোন্ডেন লায়ন: 'নোম্যাডল্যান্ড'; চলচ্চিত্রকার: ক্লোয়ি জাও

গ্র্যান্ড জুরি প্রাইজ: মাইকেল ফ্রাঙ্কো [চলচ্চিত্র: 'নিউ অর্ডার']

সেরা পরিচালক: কিয়োশি কুরোসাওয়া ['ওয়াইফ অব অ্যা স্পাই']

সেরা অভিনেত্রী: ভানেসা কারবাই ['পিসেস অব অ্যা ওম্যান']

সেরা অভিনেতা: পিয়ারফ্রান্সেস্কো ফাভিনো ['পাদ্রেনোস্ত্রো']

সেরা চিত্রনাট্যকার: চৈতন্য তামহানে ['দ্য ডিসিপল']

স্পেশাল জুরি প্রাইজ: 'ডিয়ার কমরেডস'; চলচ্চিত্রকার: আন্দ্রে কঞ্চালোভস্কি

মার্চেল্লো মাস্ত্রোইয়ান্নি তরুণ অভিনেতা পদক: রুহাল্লাহ জামানি ['সান চিলড্রেন']

ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতেছে আমেরিকার 'নোম্যাডল্যান্ড'। এটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি জাও।

'নোম্যাডল্যান্ড' ছবির গল্প ষাটোর্ধ্ব এক বিধবাকে ঘিরে। ২০০৮ সালে আমেরিকায় অর্থনৈতিক মন্দার সময় যাযাবর জীবন কাটান তিনি। নিজের ভ্যানকে ভ্রাম্যমাণ বাড়িতে রূপ দিয়ে ঘুরে বেড়ান। চলতে চলতে মৌসুমি চাকরি জুটিয়ে নেন। এ চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।

১০ বছর পর ভেনিস উৎসবের সর্বোচ্চ সম্মান উঠলো কোনও নারী নির্মাতার হাতে। ক্লোয়ি জাও ও ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে জুম অ্যাপের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন। তারা বলেন, 'অদ্ভুত, অপরিচিত, ছমছমে বিশ্বে আপনাদের উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ।'

উৎসব দুনিয়ায় ক্লোয়ি জাও ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন। ২০১৫ সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তার প্রথম ছবি 'সংস মাই ব্রাদার টট মি'র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর'স ফোর্টনাইটে এটি স্থান পায়।

ক্লোয়ি জাও পরিচালিত দ্বিতীয় ছবি 'দ্য রাইডার' ২০১৭ সালে ডিরেক্টর'স ফোর্টনাইটে নির্বাচিত হয়ে আর্ট সিনেমা অ্যাওয়ার্ড জেতে। এখন মারভেল স্টুডিওসের বিশাল ক্যানভাসের ছবি 'এটারনালস' পরিচালনা করছেন তিনি। এতে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হ্যারিংটনসহ হলিউডের জনপ্রিয় তারকারা।

ভেনিসে যৌথভাবে রৌপ্য সিংহ (সিলভার লায়ন) জিতেছেন মেক্সিকান পরিচালক মিচেল ফ্রাঙ্কোর থ্রিলার 'নিউ অর্ডার' এবং জাপানের কিয়োশি কুরোসাওয়ার 'ওয়াইফ অব অ্যা স্পাই'। গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে 'নিউ অর্ডার'। আর কিয়োশি কুরোসাওয়া সেরা পরিচালক হয়েছেন।

ভেনিস উৎসবের ৭৭তম আসরে প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনিই গোল্ডেন লায়ন বিজয়ী ছবির নাম ঘোষণা করেন। তিনি জানান, সাত জনের বিচারক প্যানেলের স্বচ্ছ, নিরপেক্ষ ও জোরালো আলোচনার ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হয়েছে। তার কথায়, 'মাস্ক পরি আর না পরি, ভালো আলোচনা সবসময়ই ভালো।

রুশ পরিচালক আন্দ্রেই কঞ্চালভস্কির 'ডিয়ার কমরেডস!' স্পেশাল জুরি প্রাইজ জিতেছে। ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন পতনের বিক্ষোভকারীদের গণহত্যা বিষয়ক ছবি এটি।

ব্রিটিশ তারকা ভ্যানেসা কার্বি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 'মিশন: ইমপসিবল' সিরিজের ষষ্ঠ কিস্তিতে টম ক্রুজের সঙ্গে দেখা গেছে তাকে। ভেনিসের এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে স্থান পায় তার দুটি ছবি। এরমধ্যে 'পিসেস অব অ্যা ওম্যান' ছবিতে নবজাতক কন্যাকে হারানোর দুঃখ থেকে মুক্তি খোঁজা নারীর চরিত্রে বিচারকদের মন জয় করে স্বীকৃতি পেলেন তিনি।

সেরা অভিনেতার সম্মান জিতেছেন ইতালির পিয়ারফ্রান্সেসকো ফ্যাভিনো।

গত বছর টড ফিলিপস পরিচালিত ওয়াকিন ফিনিক্সের 'জোকার' ভেনিস উৎসবের সর্বোচ্চ পুরস্কার জেতে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত উৎসব এটাই প্রথম। ভেনিসে সবাইকে মাস্ক পরে ছবি দেখতে হয়েছে। মোট আসনের অর্ধেকেই ফাঁকা রেখেছিলেন আয়োজকরা। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবে খুব কম তারকা অংশগ্রহণ করেছেন।

বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে তিন বড় মোড়ল ধরা হয়ে থাকে কান, ভেনিস ও বার্লিনকে। গত ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় বার্লিন উৎসব। তবে করোনাভাইরাস মহামারির কারণে গত মে মাসে কান উৎসব স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040