বর্তমানে আগের চেয়ে আরও বেশি মানুষ শহরাঞ্চলে পড়াশোনা করে, কাজ করে ও বাস করে। শহর হয়তো তাদের জন্মস্থান নয়, তবে তাদের স্মরণীয় অভিজ্ঞতা এসব শহরে রয়েছে। চীনে অনেক গায়ক বিভিন্ন শহর নিয়ে গান রচনা করেছেন, সেসব শহরের বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন। চীনের কিছু বিখ্যাত শহর যেমন রাজধানী বেইজিং, শাংহাই, কুয়াংচৌ.....বিভিন্ন গানে বার বার উঠে এসেছে। আজকের অনুষ্ঠানে আমরা গানের মাধ্যমে বেশ কিছু শহর সম্পর্কে জানবো।
প্রথমে যে গান আমরা শুনবো তার নাম 'নান থোং স্মরণে'- গেয়েছেন থিয়ে লাং। নান থোং চীনের চিয়াং সু প্রদেশের একটি বন্দর শহর, এর সহস্রাধিক বছরের ইতিহাস রয়েছে; আর আধুনিক সময়ে এটি উন্নত সংস্কৃতির জন্য পরিচিত। বর্তমানে শহরটি অনেক পরিবর্তন হলেও গায়ক ছোটবেলার নান থোংয়ের কথা ভুলে যান নি। তাই তিনি 'নান থোং স্মরণে' এই গানে নান থোং শহর সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন।
বন্ধুরা, এখন গান 'নান থোং স্মরণে' শুনবো। গান ১
পরের গানের নাম 'চুই তোং হু', গেয়েছেন এইএমও। গানটি চীনের হুপেই প্রদেশের রাজধানী উহান শহর সম্পর্কিত। এতে উহান শহরের একটি জনপ্রিয় পর্যটনস্থান তোং হু বা পূর্ব হ্রদের কথা বলা হয়েছে। কোভিড-১৯ মহামারিতে উহান অনেক ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই গানে গায়ক তোং হু'র সুন্দর দৃশ্য ও সমারোহময় অনুষ্ঠানের উহান শহরের মহামারি কাটিয়ে ওঠার কথা বলেছেন; প্রফুল্ল সুরের মাধ্যমে এই শহরের প্রাণশক্তি অনুভব করা যায়।
বন্ধুরা, এখন গান 'চুই তোং হু' শুনবো। গান ২
এবার আমরা শুনবো গান- 'শাও সিং', গেয়েছেন লাও সিয়ু। গানটি একটি সুন্দর ব্যালাড গান, এতে চীনের চ্যচিয়াং প্রদেশের শহর শাও'র কথা বলা হয়েছে। প্রাচীনকাল থেকে শহরটি অসাধারণ চীনা বৈশিষ্ট্যময় স্থাপত্য ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, আর বর্তমানে জনপ্রিয় পর্যটন শহর হিসেবে পরিচিত। এই গানে গায়ক গল্প বলার মতো করে এই শহরের অতীত সময়ের কথা স্মরণ করেছেন। বন্ধুরা, চলুন 'শাও সিং' গানটি শুনি। গান ৩
বন্ধুরা, এবার আমরা শুনবো সংগীত ব্যান্ড T-Studioর গান 'আমি হুচৌ থেকে এসেছি তোমার মনে যেতে চাই'। গানটি খুব রোমান্টিক একটি প্রেমের গান। গানে চ্যচিয়াং প্রদেশের হুচৌ শহরের অনেক বিখ্যাত সাংস্কৃতিক ও প্রাকৃতিক দৃশ্যের কথা স্মরণ করতে করতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। গানের একটি কথায় বলা হয়, আমি এত দূর গিয়েছি তোমার কাছে যাওয়ার জন্য, এত বেশি সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু মনে হয় তুমিই সবচেয়ে সুন্দর, আমি কি তোমার মনে যেতে পারি? বন্ধুরা, এখন এই রোমান্টিক গান 'আমি হুচৌ থেকে এসেছি তোমার মনে যেতে চাই' শুনবো। গান ৪
পরের গান আমরা শুনবো এর নাম 'হ্য ছেং'র এক রাত', গেয়েছেন চীনা গায়ক 'IZ7'। শাও সিং শহরের মত চিয়া সিংও চীনের চ্যচিয়াং প্রদেশের একটি সুন্দর প্রাচীন শহর। এই শহরও সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত এবং অনেক কবিতা ও প্রবন্ধ লেখা হয়েছে। এই গানে খুব কোমল সুর ও কবিতার মতো কথা দিয়ে চিয়া সিং শহরের রাতের কথা বলা হয়, গানটি শুনে যেন প্রাচীনকালে ফিরে যাওয়া যায়। বন্ধুরা, এখন গান 'হ্য ছেং'র এক রাত' শুনবো। গান ৫
এর আগে যেসব গান আমরা শুনেছি তা মধ্য বা দক্ষিণাঞ্চলের শহর সম্পর্কে। এখন আমরা চীনের পশ্চিমাঞ্চলের সিন চিয়াং সম্পর্কিত একটি গান- 'সিনচিয়াং আমার জন্য অপেক্ষা করছে' শুনবো। গানটি গেয়েছেন চীনা গায়ক 'IZ7'। আসলে গানটি বিশেষ কোনো শহর সম্পর্কে নয়; কারণ, সিনচিয়াংয়ের অনেকগুলো শহর বেশ সুন্দর ও আকর্ষণীয় যে, একবার গেলে পছন্দ হবেই এবং ভোলা যাবে না। আর এই গানে গায়ক আবার সিনচিয়াং যাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা চীনা শহর সম্পর্কে আরো একটি সুন্দর গান 'তালি' শুনবো। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পাহাড়ি শহর সুন্দর দৃশ্যের জন্য পরিচিত এবং অনেক সুন্দর কিংবদন্তি প্রচলিত রয়েছে। তবে এই গান তালি'র গল্প সম্পর্কে নয়, বরং এ শহরের সুন্দর দৃশ্যে মেতে ওঠার অনুভূতি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৭
আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের আজকের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লাগছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনও মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেল করুন। আমার ইমেল ঠিকানা: chengmin@cri.com.cn ।