মার্কিন সাবেক রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা অস্বীকার করেছে ইরান
  2020-09-16 11:00:18  cri

সেপ্টেম্বর ১৬: সম্প্রতি মার্কিন গণমাধ্যমে বলা হয়, ইরান সরকার দক্ষিণ আফ্রিকার সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করার পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেন, সুলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান এখন যুক্তরাষ্ট্রে হত্যা বা হামলার পরিকল্পনা করছে। তিনি হুমকি দিয়ে বলেন যে, ইরানের যে কোন ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে। গতকাল (মঙ্গলবার) ইরান সরকারের মুখপাত্র আলি রাবেই এ খবর প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার কৌশল হিসেবে তারা এমন খবর ছড়াচ্ছে।

মুখপাত্র আলি বলেন, ইতিহাস থেকে দেখা যায়, মার্কিন সরকার মিথ্যা দাবি করে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে। এক্ষেত্রে আমরা ঝুঁকিপূর্ণ কাজ না-করতে যুক্তরাষ্ট্রকে উপদেশ দেই। নির্বাচনের জন্য আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করা ক্ষমার অযোগ্য অপরাধ। আশা করি, ইরান ইস্যুতে তারা কোন ভুল পদক্ষেপ নেবে না, তা না-হলে ইরান কঠিন জবাবে দেবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে মুখপাত্র আলি বলেন, ইরান সরকার মনে করে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের হস্তক্ষেপ বিপজ্জনক। সংশ্লিষ্ট দেশগুলো ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক শুরু করার পর পরিণতির দায় তাদেরকে বহন করতে হবে।

(ইয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040