
৯ থেকে ১৪ সেপ্টেম্বর শিশির চীনের নিংসিয়া হুই স্বায়শাসিত এলাকা সফর করেছে। ওখানে সে স্থানীয় মুসলমানদের সঙ্গে কথা বলেছে, তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে ধারণা নিয়েছে, এবং তাদের দারিদ্র্যমুক্তির গল্প শুনেছে। আজকের পূবের জানালা অনুষ্ঠানে আমরা চীনের নিংসিয়া এলাকা, চীনের হুই জাতির মানুষ, ও চীনা গ্রামীণ জীবন সম্পর্কে কথা বলব। (শিশির/আলিম)