আজকের টপিক ১৬/০৯
  2020-10-05 19:56:53  cri

সোমবার অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, টিকটক নিয়ে চীন অনেকবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্রে টিকটক কোম্পানির ওপর বলপ্রয়োগ করেছে। কোন কোন মার্কিন রাজনীতিবিদ একদিকে ন্যায়, সমতা ও তথাকথিত 'নেটওয়ার্ক ক্লিনের' কথা বলেন, অন্যদিকে কোনও প্রমাণ ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে অন্য দেশের কোম্পানি দমন করে ও তার ওপর বলপ্রয়োগ করে। চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

গত ১৪ সেপ্টেম্বর, মার্কিন ওরাকল কর্পোরেশন স্বীকার করে যে তারা টিকটকের মূল কোম্পানি বাইটডান্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে 'বিশ্বস্ত প্রযুক্তি সরবরাহকারীতে' পরিণত হয়েছে। তবে এ চুক্তিতে মার্কিন সরকারের অনুমোদন দরকার। মার্কিন অর্থমন্ত্রী সোমবার বলেন, মার্কিন সরকার এ সপ্তাহে এ চুক্তিটি পর্যালোচনা করবে। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন কোড, মার্কিন মানুষের ডেটা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবো। সরকারি প্রযুক্তিদল ও ওরাকল কর্পোরেশনের সঙ্গে পরবর্তী কাজ নিয়ে আলোচনা করবো। এখন দুটি প্রক্রিয়া চলছে। একটি হলো- টিকটক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ কমিটির তদন্ত এবং আরেকটি হলো- মার্কিন প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী জাতীয় নিরাপত্তা পর্যালোচনা।

ওরাকল কোম্পানির প্রস্তাব অনুযায়ী, টিকটক ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে সদর দফতর স্থাপন করে কাজ করবে এবং ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। এ প্রস্তাবে টিকটকের বিক্রয় বা কেন্দ্রীয় প্রযুক্তির স্থানান্তরের কথা উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে এ প্রস্তাবটি মার্কিন সরকারের কাছে উত্থাপন করা হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর মাইক্রোসফট জানায় যে, টিকটক তাদের অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রশাসনিক আদেশে স্বাক্ষর করেন। এ আদেশ অনুযায়ী, টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। এ নির্দেশ স্বাক্ষরের ৪৫ দিন পর কোনো মার্কিন ব্যক্তি ও সংস্থা টিকটক ও তার মূল চীনা কোম্পানির সঙ্গে কোনো ব্যবসা করতে পারবে না। তার মানে ২০ সেপ্টেম্বরের পর থেকে এ আদেশ কার্যকর হবে।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040