যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধে ব্যর্থতার প্রধান কারণ বিজ্ঞানকে অবহেলা
  2020-09-15 10:37:54  cri

সেপ্টেম্বর ১৫: যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধে ব্যর্থতার প্রধান কারণ বিজ্ঞানকে অবহেলা। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৬৫ লাখ ও মারা গেছে দুই লাখ। 'টাইম' ম্যাগাজিন সম্প্রতি 'মার্কিন স্টাইল ব্যর্থতার' কারণ তুলে ধরে।

সিএনএন সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কেলি শাখার গবেষণামূলক রিপোর্টের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রে আক্রান্তের প্রকৃত সংখ্যা বর্তমানে শনাক্ত রোগীর তিন থেকে ২০ গুণ বেশি হতে পারে। এ কথা দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের গবেষণার ফলাফলকে সমর্থন দেয়।

বিশ্বের অন্যতম সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রে মহামারীর প্রতিরোধ পরিস্থিতি এত খারাপের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মার্কিন রাজনীতিবিদদের নানা কর্মকাণ্ড দেখলে বোঝা যায়, তারা রাজনীতির মাধ্যমে বিজ্ঞানকে অপহরণ করেছেন।

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান যে, তথ্যের স্বচ্ছতা মহামারী প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ। তবে মার্কিন সরকার তথ্য লুকিয়ে মহামারী প্রতিরোধ করতে চায়। নিজের দোষ এড়াতে অন্যদের ওপর দোষ চাপাতে চায়। তাদের হাস্যকর আচরণে সেদেশে মহামারী প্রতিরোধ অচলাবস্থায় পড়েছে।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040