'লিয়াংচু'
  2020-09-13 16:55:03  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের বিখ্যাত সংগীত 'লিয়াংচু' শোনাবো। পুরো শীরোনাম 'লিয়াংশানবো এবং চুইংথাই'। এটি হলো চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত ভালবাসার গল্পের একটি। গল্পটি বিশ্ব বিখ্যাত। প্রায় ১৭০০ বছর আগে গল্পটি রচিত হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে। প্রাচীনকাল থেকে গল্পটি অসংখ্য মানুষকে মুগ্ধ করেছে। ১৯৫৯ সালের ২৭ মে বিখ্যাত সুরকার হ্য চান হাও ও ছেন গাং বেহালা কনসার্টো 'লিয়াংচু' রচনা করেন। এটি চীনের সবচেয়ে বিখ্যাত বেহালা-সুর। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে বিখ্যাত ফরাসি পিয়ানো শিল্পী রিচার্ড ক্লেডারম্যানের বাজানো 'লিয়াংচু' সংগীত শোনাবো। আশা করি, আপনারা সুন্দর সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ফরাসি শিল্পী রিচার্ড ক্লেযারম্যানের বাজানো চীনের বিখ্যাত সংগীত 'লিয়াংচু'। এখন আমি আপনাদেরকে চীনের একজন বিখ্যাত শিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন আবিং। তিনি ১৯৮৩ সালের ১৭ অগাষ্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৫০ সালের ৪ ডিসেম্বরে মারা যান। তাঁর আসল নাম হুয়া ইয়ান জুন। তিনি উস্যি শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকসংগীত শিল্পী এবং তাওবাদী যাজক। চোখের রোগে তিনি অন্ধ হন। জীবনে তিনি ২৭০টিরও বেশি সংগীত রচনা করেন। তিনি ছোটবেলা থেকে ড্রাম, বাঁশ, এরহুউ ও ফিফা বাজনো শিখতে শুরু করেন। ১৮ বছর বয়সে তিনি চীনে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৫০ সালের ৪ ডিসেম্বর ৫৭ বছর বয়সে তিনি মারা যান। প্রথমে শোনাবো তাঁর রচিত সংগীত 'দুই বসন্তে চাঁদের ছায়া'। আশা করি, আপনারা সুন্দর সংগীত পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আবিং'র রচিত 'দুই বসন্তে চাঁদের ছায়া' শীর্ষক সংগীত। এখন আমি আপনাদেরকে আবিংয়ের রচিত 'থিংসং' শীর্ষক সংগীত শোনাবো। থিংসং-কে চীনা ভাষায় বলা হয়, সং শোনা। থিং মানে শোনা, সং হলো একটি রাজবংশের নাম। সংগীতে মহান দেশপ্রেমিক জেনারেল ইউয়ে ফেই-এর কথা বলা হয়েছে। সংগীতের সুর শক্তিশালী। এতে বীর ইউয়ে ফেই'র দৃঢ় চরিত্র ও দৃঢ় আত্মবিশ্বাসের কথা বর্ণিত হয়েছে। চলুন, আমরা সংগীতটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সংগীতজ্ঞ আবিং রচিত কয়েকটি সংগীত। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ফিফা সংগীতজ্ঞ ছেন ওয়েই'র সংগীত শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে তাঁর আরও সংগীত শোনাবো। ১০ বছর বয়সে ছেন ওয়েই চেংচৌ শহরে পরিবেশনার মাধ্যমে তত্কালীন শহরের ইউ অপেরা দলের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। তখন ছেন ওয়েই চেংচৌ শহরের ইউ অপেরা দলে যোগ দেন। ফিফা বাজানো ছেং ওয়েই'র দৃষ্টিতে মহিমান্বিত কাজ। তিনি ফিফা ছাড়াও পিয়ানো, গিটার, বানহু, হুলুস্যি, বেহালা ইত্যাদি বাজানো শিখেছেন। এখন শোনাবো তাঁর সংগীত 'প্রেমের গানগুলি দুর্দান্ত তবে গাওয়া কঠিন'। আশা করি, আপনারা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েই'র সংগীত 'প্রেমের গানগুলি দুর্দান্ত তবে গাওয়া কঠিন'। ১৯৮৬ সালে ছেন ওয়েই চীন কনজারভেটরি অফ মিউজিকে ভর্তি হন। ১৯৯৪ সালে ২২ বছর বয়সী ছেন ওয়েই চীনা বিখ্যাত সুরকার ওয়াং জি স্যিয়াও'র শিক্ষার্থীতে পরিণত হন। তখন থেকে তাঁর সংগীতের মান অনেক উন্নত হয়। তিনি সুর রচয়িতা ও সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। তিনি সবসময় বলেন, 'নিজের আনন্দ ভাল না, আমি নিজের বাজানো সংগীত দিয়ে সবাইকে আনন্দ দিতে চাই।' সেজন্য তিনি একটি ফিফা ক্লাস খুলেছেন। তিনি শিক্ষার্থীদেরকে ফিফা বাজানো শেখান। এখন শোনাবো ছেন ওয়েই'র সংগীত 'মাছ ও পানির গল্প'। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েই'র কয়েকটি সংগীত। এখন আমি আপনাদেরকে একজন জাপানি পিয়ানোবাদকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন ওয়ং ওয়ি ছান (wong wing tsan)। তিনি একজন সুরকার, পিয়ানোবাদক ও সংগীত প্রযোজক। ১৯৯১ সালে তিনি সাটওয়া সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তাঁর প্রকাশিত দু'টি অ্যালবাম জাপানে বিপুল সংখ্যায় বিক্রি হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো তাঁর সংগীত 'কবিতার মতো শান্ত' শীর্ষক সংগীত। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনও পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040