মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাক্ষাত্কার
  2020-09-13 16:52:29  cri

 


প্রিয় শ্রোতা, আজকের 'জীবন যেমন' আসরে আমার সাথে যোগ দিচ্ছেন চীনের গুংজু শহর থেকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন কানন । তিনি চীনের গুংজু শহরের এক জন প্রবাসী ব্যবসায়ী । তিনি অনেক দিন দরে আমদানি-রপ্তানি ও লজিষ্টিক ব্যাবসার করে অসছেন । তিনি কোম্পানির মহাব্যাবস্থাপক ও পাশাপাশি কোম্পানির সিও পদে কর্মরত আছেন।

চীনের গুংজু শহরে, রাধুনী রেষ্টুরেন্ট নামে তাঁর মুসলিম হালাল খাবারের একটি রেষ্টুরেন্ট আছে । তিনি চীনের ৫০টিরও বেশি শহরে ভ্রমণ করেন। তিনি চীন ও চীনা সংস্কৃতিকেও ভালোবাসেন ।

চীনে কোভিড-১৯ মহামারী চলাকালে স্থানীয় অধিবাসীদের মাঝে বিনাখরচে মাস্ক বিতরণ করেছেন তিনি এবং মোহামারী কালীন সময়ে অনেক বন্ন্ধুদের কে আপ্যায়ন করেন । অনেক ছাত্রকে আশ্রয় দিয়েছেন এবং টিকেট কাটতে দেশে ফেরত যেতে তাদেরকে সহায়তা করেছেন । তিনি পুরোপুরি একজন আমাদের ভালো বিদেশী বন্ধু ।

পাশাপাশি, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতির ভূয়সী প্রশংসা করেন তিনি। দক্ষিন চীনের একটি ছোট্ট গ্রাম থেকে যেভাবে আধুনিক নগরে পরিনত হয় সে সম্পর্কেও তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেন।

চলুন কথা বলি তাঁর সঙ্গে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040