বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেং ও ফ্রগ ব্যান্ডের কন্ঠে 'তোমার কারণে' শীর্ষক গান। ২০০৬ সালে তিনি 'আমরা সবাই ভাল শিশু' শীর্ষক গান প্রকাশ করার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালে তিনি চীনের মূল ভূভাগের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী, শ্রেষ্ঠ সংগীত-প্রযোজক ও শেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করেন। সে বছরের মে মাসে তিনি বার্ষিক বিশিষ্ট নারী শিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তোমাকে বলবো' শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। তিনি নিজে গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'তোমাকে বলবো' শীর্ষক গান। ২০১১ সালের জানুয়ারি মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ওয়াং চেং ৫ বছর বয়স থেকে বেহালা ও সেলো শিক্ষা শুরু করেন। ৬ বছর বয়স থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনা শুরু করেন। ৭ বছর বয়সে তিনি স্যিআর শিশুদের প্রাসাদের যুব কোয়ারে যোগ দেন। ১৪ বছর বয়সে তিনি শেনস্যি প্রদেশের শিল্প নোর্মাল বিদ্যালয়ের ভোকাল সংগীত বিভাগে লেখাপড়া শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি চীনের জনগণের মুক্তিযুদ্ধের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ভোকাল বিভাগে ভর্তি হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ক্ষমা' শীর্ষক গান। আশা করি, বন্ধরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'ক্ষমা' শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি চীনের বিখ্যাত্ কন্ঠশিল্পী হান হংয়ের জন্য সংগীত রচনা করেন। ১৯৯৯ সালে তিনি মিয়াও শীর্ষক ব্যান্ড গড়ে তোলেন এবং প্রধান গায়িকা ও কিবোর্ড প্লেয়ারের কাজ করতে শুরু করেন। ব্যান্ডটি বেইজিংয়ে খুবই জনপ্রিয় ছিল। ২০০০ সালে তিনি চীনের হংকংয়ের গানের কথা লেখা ও সুর রচনা সমিতি'র আয়োজিত দ্বাদশ ক্যাশ প্রতিযোগিতায় অংশ নেন। তিনি চীনের মূল ভূভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আপেল ও প্রজাপতি' শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'আপেল ও প্রজাপতি' শীর্ষক গান। ২০০২ সালের জুলাই মাসে ওয়াং চেং বেইজিংয়ের একটি শিল্প ও সংস্কৃতি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি চীনের বিশ্ববিদ্যালগুলোয় পর্যায়ক্রমে গান পরিবেশন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এক হাজার বছর' শীর্ষক গান। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। ওয়াং চেং গানটির কথা লেখেন এবং সুর রচনা করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'এক হাজার বছর' শীর্ষক গান। ২০০৩ সালের ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনি ওয়েনচৌ, নিংবো, হাংচৌ, নানচিং ও উস্যু শহরে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০০৪ সালের এপ্রিল মাসে তাঁর গান টানা আট সপ্তাহ ধরে চীনের বিভিন্ন সংগীত তালিকায় প্রথম স্থানে ছিল। ২০০৪ সালের জুলাই মাসে তিনি নিজের শ্রোতা-সম্মেলন আয়োজন করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি শানদং প্রদেশের আটটি বিশ্ববিদ্যালয়ে ট্যুর কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যত বয়স্ক তত একাকীত্ব' শীর্ষক গান। গানটি প্রথম গেয়েছেন ব্যান্ড মিল্ক অ্যান্ড কফি। আশা করি, বন্ধুরা ওয়াং চেংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ফেই)