পম্পেও'র কথা ও আচরণ বিশ্বে হুমকি সৃষ্টি করছে
  2020-09-11 20:21:34  cri
সেপ্টেম্বর ১১: 'মাইক পম্পেও হচ্ছেন ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী।' দায়িত্ব পালনের পর কূটনীতির ক্ষেত্রে পম্পেওয়ের পারফমেন্স বিশ্লেষণ করে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রবন্ধে এসব মন্তব্য করা হয়েছে।

গত দু'বছরে পম্পেওয়ের আচরণ বিশ্লেষণ করলে এ সত্য প্রমাণিত হয়। পেশাগত গুণ ও নৈতিক মানদণ্ডহীন রাজনীতিবিদ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর হিসাবে দায়িত্ব পালন করা- যুক্তরাষ্ট্রের জন্য দুর্ভাগ্য ও বিশ্বের জন্য হুমকি। সিআরআইয়ের সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে পম্পেও আবারও বাজে কথা বলেন। চীন যুক্তরাষ্ট্রকে শোষণ করে এবং যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে নষ্ট করে ইত্যাদি। তবে যাই বলুক না কেন, তার সাদাকে কালো বলে চালিয়ে দেওয়া, অন্যদের দোষারোপ করা এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ অর্জনের ইচ্ছা তিনি ঢাকতে পারেন না।

পম্পেও'র স্নায়ুযুদ্ধের চিন্তাভাবনা এবং বিচ্ছিন্নতাবাদ ও বিরুদ্ধাচরণ বিশ্বের শান্তি ও উন্নয়নে বিশাল হুমকি সৃষ্টি করেছে এবং করছে। চীন যুক্তরাষ্ট্রকে শোষণ করছে- এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

লিলি/তৌহিদ/জিনিয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040