আফগান সরকার ও তালিবানের মধ্যে আলোচনা ১২ সেপ্টেম্বর শুরু হবে
  2020-09-11 18:39:29  cri

সেপ্টেম্বর ১১: আফগান গণমাধ্যম গতকাল (বৃহস্পতিবার) জানায়, আফগান সরকার ও তালিবান গোষ্ঠীর মধ্যে আলোচনা আগামীকাল (শনিবার) কাতারে অনুষ্ঠিত হবে।

আফগান প্রেসিডেন্ট ভবন শুক্রবার বিবৃতিতে জানায়, আফগানিস্তানের প্রতিনিধিদল শনিবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবে। আফগানিস্তানের জাতীয় পুনর্মিলন হাইকমিশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমারসহ সরকারি ব্যক্তিরা আফগান সরকারের পক্ষ থেকে প্রথম আলোচনা সভায় উপস্থিত হবেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন সরকার ও তালিবানদের মধ্যে সমঝোতা অনুসারে, আফগান সরকারকে পাঁচ হাজার তালিবান বন্দী মুক্তি দিতে হবে এবং তালিবানরা এক হাজার সরকারি কর্মীকে মুক্তি দেবে।

আটককৃতদের পারস্পরিক মুক্তি নিয়ে আফগান সরকার ও তালিবানদের মধ্যে মতভেদের কারণে মার্চ মাসে সংলাপ স্থগিত করা হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040