হুয়াওয়ে হার্মোনি অপারেটিং সিস্টেম ২.০ প্রকাশ করেছে
  2020-09-11 16:34:25  cri

সেপ্টেম্বর ১১: গতকাল (বৃহস্পতিবার) কুয়াংতোং প্রদেশের তোংকুয়েন শহরে অনুষ্ঠিত অনুষ্ঠানে হুয়াওয়ে হার্মোনি ওএস ২.০ প্রকাশ করেছে। এই অপারেটিং সিস্টেম আগামী বছরের অক্টোবর পর ৪ জিবি ধারণক্ষমতার সব ডিভাইসে ব্যবহার করা হবে।

হুয়াওয়ে কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা ইউ ছেং তোং বলেন, হার্মোনি ওএস ২.০ সিস্টেম হলো আধুনিক যুগের প্রথম বিতরণযোগ্য অপারেটিং সিস্টেম। সেলফোনে এই ব্যবস্থা ব্যবহারের সময়সূচীও ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, হার্মোনি ওএস ২.০ সিস্টেম শুধুমাত্র মোবাইল ফোন অপারেটিং সিস্টেম নয়, বরং ভবিষ্যতমুখী সংযোগমূলক একটি অপারেটিং সিস্টেম। এটি স্মার্ট হোম খাতেও ব্যবহার করা যাবে। এখন হুয়াওয়ে চীনের মেদি, চিউইয়াং ও লাওবানসহ বেশ কয়েকটি হোম সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

(লিলি/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040