সাক্ষাতে ওয়াং ই বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে একতরফাবাদের আওয়াজ শোনা যায়।
ওয়াং ই বলেন, মহামারী প্রতিরোধে চীন অব্যাহতভাবে পাকিস্তানকে সাহায্য করবে। চীন-পাক অর্থনৈতিক করিডোর নির্মাণে দু'পক্ষের সহযোগিতা আরো জোরদার হবে। জনগণের আরো বেশি কল্যাণে কৃষি খাতে সহযোগিতাও জোরদার হবে। আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দু'দেশের উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করা।
কুরেশি বলেন, এবারের শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্পষ্টভাবে বহুপক্ষবাদের সংকেত দেওয়া হয়েছে। পাকিস্তান সব সময় চীনের পাশে দাঁড়াবে। চীনের সঙ্গে অর্থনৈতিক করিডোর নির্মাণ, দারিদ্র্যবিমোচন, কৃষি সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
(ইয়াং/তৌহিদ/রুবি)