সি চিন পিং এবং তাঁর শিক্ষক
  2020-09-10 20:14:16  cri

সেপ্টেম্বর ১০: রাষ্ট্রীয় পুনরুত্থানের জন্য অবশ্যই শিক্ষককে গুরুত্ব দিতে হবে। চীনা সভ্যতা পাঁচ হাজার বছর ধরে উন্নয়নের কারণ হলো একই ধরনের চেতনার সাধানা ও বৈশিষ্ট্য। শিক্ষককে সম্মান দেখানো এবং শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করা হলো আমাদের জাতির শ্রেষ্ঠ বৈশিস্ট্য।

৩৬তম শিক্ষক দিবস উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষক ও শিক্ষাদানের সঙ্গে জড়িত ব্যক্তিদের এ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং সহানুভূতি জানিয়েছেন। শিক্ষকতার পেশা সমাজে সবচেয়ে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলা উচিত্ এবং গোটা সমাজে শিক্ষককে সম্মান দেখানো ও শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করার ফ্যাশন সৃষ্টি করা উচিত্ বলে প্রেসিডেন্ট সি জোর দেন।

২০১৬ সালের ৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি বেইজিং বাই স্কুলে যান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। আলোচনা সভায় বাই স্কুলের উপাচার্য শেন চুন বলেন, শীর্ষনেতাকে স্বাগত জানাই। প্রেসিডেন্ট সি'র কথায় সবাই মুগ্ধ হয়। তিনি বলেন, এখানে কোনো শীর্ষনেতা নেই। এখানে আমরা সবাই শিক্ষার্থী। গত শতাব্দীর ৬০'র দশকে বাই স্কুলে প্রেসিডেন্ট সি তার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল জীবন কাটিয়েছেন। আবার শৈশবের সেই শিক্ষালয়ে ফিরে গিয়ে প্রেসিডেন্ট সি নিজের শিক্ষকদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন।

বাই স্কুল পাস করে প্রেসিডেন্ট সি শ্যানসি প্রদেশের ইয়েন আন শহরের লিয়াং চিয়া হ্য গ্রামে যান। বহু বছর পরেও নিজের বিদ্যালয় ও শিক্ষকদের কথা মনে রেখেছেন সি।

সিপিসি'র অস্টাদশ জাতীয় কংগ্রেসের পর প্রেসিডেন্ট সি নিজ উদ্যোগে সব শিক্ষককে সম্মান দেখানো এবং শিক্ষাদানের ওপর গুরুত্বারোপের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

লিলি/তৌহিদ/জিনিয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040