প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানেই আগে করোনার টিকা পাওয়া যাবে সেখান থেকেই তা আনা হবে। বৃহস্পতিবার সংসদের সমাপনী অধিবেশনে বক্তৃতায় এ কথা জানান সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন সরকার যথাযথ চেষ্টা করেছে বিধায় সম্মিলিত প্রচেষ্টায় করোনায় মৃত্যু হার কমানো গেছে। করোনার টিকার জন্য সম্ভাব্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে। নারায়ণগঞ্জে বিস্ফোরণের শিকার মসজিদটি গ্যাস পাইপলাইনের ওপর নির্মাণ করা হয়েছে এবং এর কোনো অনুমোদন ছিল না বলেও জানান প্রধানমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।