ফান ইউয়ে ইয়ুন
  2020-09-09 14:46:13  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম ফান ইউয়ে ইয়ুন। তিনি গত শতাব্দীতে তাইওয়ানে প্রেমের গানের রানী হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি চীনা সংগীত মহলের প্রতিনিধিত্বকারী একজন গায়িকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ফান ইউয়ে ইয়নের খুব জনপ্রিয় একটি গান 'আমি কি তোমার সবচেয়ে প্রিয় মানুষ?' গানটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়। চলুন, গানটি শুনি। গান ১

ফান ইউয়ে ইয়ুন ১৯৫৭ সালে তাইওয়ান প্রদেশের কাও সিং শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি মায়ের কারণে দেশি-বিদেশি অনেক গান শোনেন, তিনি গান গাইতে খুবই পছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফান ইয়ু ইউয়ে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করেন; আর তার সংগীত প্রতিভা দ্রুত বিকশিত হয়। ১৯৮০ সালে তিনি বিখ্যাত সংগীত কোম্পানি রক রেকর্ডে যোগ দিয়ে একজন পেশাদার গায়িকা হন। একই বছর তিনি তার প্রথম গান 'আমার মিস' প্রকাশ করেন। বন্ধুরা, এখন তার এই সুন্দর গান 'আমার মিস' শুনুন।

গান ২

১৯৮১ সালে ফান ইয়ু ইউয়ে তার প্রথম অ্যালবাম 'বিদায়' প্রকাশ করেন। একজন নতুন গায়িকা হিসেবে অ্যালবামটি তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হয়। ১৯৮২ সালে তিনি অ্যালবাম 'প্রতিদিনের নীল আকাশ' প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশ হওয়া মাত্রই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, সেসময় অ্যালবামটি বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি হয় এবং সে বছরের 'শ্রেষ্ঠ অ্যালবামে' পরিণত হয়, ফান ইউয়ে ইয়ুনও এই অ্যালবামের জন্য 'বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার' পান। অ্যালবামের প্রধান গান 'প্রতিদিনের নীল আকাশ' তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয় এবং চীনা ব্যালাড সংগীতের ক্লাসিক একটি গান হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন শুনুন এই সুন্দর গান 'প্রতিদিনের নীল আকাশ'। গান ২

গান গাওয়ার পাশাপাশি ফান ইউয়ে ইয়ুন চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৮৩ সালে তিনি চলচ্চিত্র 'পাখি উড়ে গেছে'-তে অভিনয় করেন এবং 'বন্য লিলি ফুলের বসন্তকাল' গানটি গেয়েছেন। এটি একটি মনোমুগ্ধকর প্রেমের গান, এতে প্রিয় মানুষের প্রতি মনের ভালোবাসা প্রকাশিত হয়েছে। ফান ইউয়ে ইয়ুনের গভীর কণ্ঠে গানটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। গানটি প্রকাশের পর তা ব্যাপক জনপ্রিয় হয়, আর এখন পর্যন্ত অনেকেই গানটি গেয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন ফান ইউয়ে ইয়ুনের কণ্ঠে সুন্দর গান 'বন্য লিলি ফুলের বসন্তকাল'। গান ৩

১৯৮৩ সালে ফান ইউয়ে ইয়ুন নতুন অ্যালবাম 'ইয়ান চি পেই থৌ' প্রকাশ করেন। এতে তিনি প্রথমবারের মত তাইওয়ানিজ ভাষায় গান গেয়েছেন। এই অ্যালবামে ১০টি ভিন্ন শৈলীর গান একে অপরকে সংযুক্ত করেছে। এই গানটি চীনা সংগীত মহলে তাকে অনেক খ্যাতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে। ১৯৮৫ সালে তিনি অ্যালবাম 'বিশ্বের নারীরা' প্রকাশ করেন। এই অ্যালবামে তার সংগীতশৈলী ব্যালাড থেকে পপ-সংগীতে রূপান্তরিত হয়। পাশাপাশি এটি তাইওয়ানের প্রথম সিডি অ্যালবামও বটে। ফান ইউয়ে ইয়ুন এ দুটি অ্যালবামের জন্য চীনা সংগীত মহলের নেতৃত্বদানকারী গায়িকার মর্যাদা পান।

বন্ধুরা, এখন শুনুন ফান ইউয়ে ইয়ুনের গান 'তারুণ্যের স্বপ্ন'। গান ৪

ব্যাপক জনপ্রিয় হওয়ার পর ফান ইউয়ে ইয়ুন বিভিন্ন গায়ক-গায়িকার সঙ্গে সহযোগিতা করেন এবং সংগীতের উচ্চ মান বজায় রেখেছেন। আর ভালো গান রচনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে অ্যালবাম রেকর্ড করেন। গত শতাব্দীর ৮০'র দশকে ফান ইউয়ে ইয়ুন অনেক উচ্চ মানের অ্যালবামের জন্য চীনের বার্ষিক শ্রেষ্ঠ ও জনপ্রিয় গায়িকা, শ্রেষ্ঠ অ্যালবাম ইত্যাদি পুরস্কার পান এবং চীনে অনেকবার কনসার্ট ট্যুর আয়োজন করেন।

বন্ধুরা, এখন আমরা শুনবো ১৯৮৬ সালে প্রকাশিত ফান ইউয়ে ইয়ুনের একটি জনপ্রিয় গান 'জি তু সি ইয়ং হো'। গান ৫

বন্ধুরা, এবারের গানে আমরা শুনবো ফান ইউয়ে ইয়ুনের দারুণ জনপ্রিয় একটি গান 'স্বপ্ন জাগার সময়'। গানটি চীনের বিখ্যাত সংগীত প্রযোজক লি চোং শেন রচনা করেছেন এবং ২০০৩ সালে তা প্রকাশিত হয়। গানটি একটি দুঃখের প্রেম-সংগীত। ফান ইউয়ে ইয়ুনের পাশাপাশি আরও অনেক চীনা গায়ক গানটি গেয়েছেন। গানটি সবচেয়ে ক্লাসিক ৩০টি চীনা গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৬

সংগীত জীবনের ৪০ বছরে ফান ইউয়ে ইয়ুন অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন আর এর মধ্যে বেশ কিছু গান এখন পর্যন্ত বেশ জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে শুনবো ফান ইউয়ে ইয়ুনের আরও একটি জনপ্রিয় গান- 'বালি ও অশ্রু'। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন। গান ৭

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040