সেপ্টেম্বর ৮: চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা ২০২০-এ প্রকাশিত "'এক অঞ্চল, এক পথ' ডিজিটাল ট্রেড সূচক বিকাশ প্রতিবেদন" অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলো চীনের সঙ্গে বেশিরভাগ ডিজিটাল বাণিজ্য উন্নয়নের একটি ভালো অবস্থায় রয়েছে। ডিজিটাল বাণিজ্যের বিস্তৃত ভবিষ্যৎ ও দুর্দান্ত সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে এশীয় দেশ ও চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এর ডিজিটাল বাণিজ্য সহযোগিতা বেশ ভালো। সার্বিক সূচকে শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭টি এশীয় দেশ, যার মধ্যে ৫টি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এবং আসিয়ান দেশ। সেই সঙ্গে, ভারত, ইসরাইল, ইরান, সার্বিয়া ও অন্যান্য দেশের ডিজিটাল বাণিজ্য সূচকে গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
অর্থনীতি জোরদার করার জন্য বিভিন্ন দেশের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার সঙ্গে "ডিজিটাল সিল্ক রোড" নির্মাণের ফলে "এক অঞ্চল, এক পথ" বরাবর দেশগুলোর আর্থ-বাণিজ্যিক পুনরুদ্ধার ও উন্নয়নের নতুন সুযোগ আসবে। (জিনিয়া/তৌহিদ/লিলি)