সচ্ছল জীবনের উদ্দেশ্যে এগিয়ে যাও: ইউন নান প্রদেশের গল্প
  2020-09-10 15:44:34  cri

ইউন নান প্রদেশ, আমরা তাকে উদ্ভিদ কিংডম, পশুর কিংডম, বিশ্বের বাগান বলে ডাকি। তার রঙ সাত ধরনের এবং সবুজ পটভূমি রঙ। ইউন নান চীনের জীববৈচিত্র্যের ভান্ডার ও প্রাকৃতিক নিরাপত্তার বেষ্টনী।

সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার যাত্রায় ইউন নান প্রকৃতি প্রথম স্থানে রেখে গ্রীণ উন্নয়নের পথে চলে। নিজের চোখের মতো প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে,গ্রীণ শিল্প উন্নয়ন করে, গ্রীণ জীবনযাপন রীতি উদ্যোগ করে।

এ্য হাই, ইউন নান প্রদেশের তা লি শহরের বড় একটি হ্রদ এবং বিখ্যাত একটি দর্শনীয় স্থান। কু সেং নামে একটি গ্রামের মানুষ হ্রদের সম্মুখিণে প্রজন্মের পর প্রজন্ম এখানে বাস করেন। তাদের জীবন হ্রদের উপর নির্ভর করে।৫৩ বছর বয়সি গ্রামবাসিন্দা হ্য লি ছেং বলেন, হ্রদের নির্ভরশীল বীজনেও প্রচুর উত্থান-পতনের অভিজ্ঞতা রয়েছে।

১৯৯৬ সালে, এ্য হাই হ্রদে সব ধরনের জাহাজ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ হয়। এর আগে হ্য লি ছেং মাত্র নতুন একটি জাহাজ কিনেছেন। ২০০০ সালে, এ্য হাই হ্রদের সব মাছের পুকুর নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ১৮মু পুকুর হ্য লি ছেংয়ের।২০১৫ সালে, এ্য হাই কেন্দ্র করে পর্যটন শিল্প উন্নয়ন ছিল, হ্য লি ছেং সুযোগ দেখেছেন। তিনি নিজের বাড়িঘর একটি পরিপারিক হোটেলে পরিণত করেছেন তবে মাত্র দু বছরের পর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে স্থানীয় সরকার মন দিয়ে হ্য হাই পাশে ২৪০০টি রেঁস্তোরা ও পরিপারিক হোটেলকে বন্ধ করিয়ে দেয়। এবার হ্য লি ছেংয়ের হোটেলের মধ্যে ১৯১ বর্গমিটার ভেঙে ফেলেছে। গত বছর পর্যন্ত পর্যটকের সংখ্যা মাত্র স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।

তবে হ্য লি ছেং এমন বলেছেন, অল্প সময় দিক থেকে দেখলে আমরা উত্সর্গ দিয়েছি তবে এ্য হাই হ্রদের পরিবেশ সংরক্ষণে এমন উত্সর্গ প্রয়োজন এবং সুদূরপ্রসারী দৃষ্টিতে দেখতে গেলে আমরা এর থেকে উপকৃত হব।

বর্তমানে এ্য হাই হ্রদের পানীর মান তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় এবং পানী আরও পরিষ্কার হয়। হ্য লি ছেং নিজের পরিপারিক হোটেল আবার আপগ্রেড করেছেন এবং তার ব্যবসাও দিন দিন ভাল হয়ে উঠছে।

এ্য হাই হ্রদের সংরক্ষণ ইউন নান প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি দৃষ্টান্ত। গেল কয়েক বছরে ইউন নান প্রদেশ প্রকৃতি প্রথম স্থানে রেখে নীল আকাশ,পরিষ্কার পানী ও ভূমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে। চীনের সবচেয়ে সুন্দর প্রদেশ গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।

যদি হ্য লি ছেং পানীর উপর নিভর করে জীবনযাপন করেন তাহলে ৩৭ বছর লি সিয়াও পো একসময় পাহাড়ের ওপর নির্ভরশীল ছিল। তার বাসা লিসু জাতির স্বায়ত্তশাসিত এলাকার থুও পিং নামে একটি গ্রামে আছে। কাও লি নামে একটি পাহাড়ে বাস করতেন তিনি। বাড়িঘরের কাছাকাছি জমিতে চাষ করতেন। তবে সমস্যা ছিল এমন জমিতে চাষ করলে ফসল ভাল না এবং পানী ও জমির হ্রাস সৃষ্টি করে।

বর্তামানে আবাদি জমির পরিবর্তে বনাঞ্চল গড়ে তোলা হয়। পাহাড়ে চাষ করা হয় চা ও আখরোট গাছ। ২০১৯ সালে তিনি ও গ্রামের অন্য ১৬০টি পরিবার নতুন বসতিতে স্থানান্তর করা হয়। তার স্ত্রী কারখানায় কাজ করছেন এবং তিনি একজন বন রক্ষক হন। পাহাড়ে তাদের গ্রাম বিলীন হয়ে গ্রীণ দৃশ্যের একটি অংশে পরিণত হয়।

ইউন নান প্রদেশের সব শহরে জলবায়ু মান ৯৮ শতাংশ সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণী, তা চীনের প্রথম স্থানে আছে। বনায়নের হার দিন দিন বাড়ছে, ২০১৯ সালে তা ৬২.৪ শাতংশে পৌঁছেছে। তিয়ান ছি, এ্য হাই ও ফু সিয়ান হ্রদসহ ৯টি মালভূমি হ্রাদের পানীর পরিমাণ দিন দিন ভাল হয়ে উঠে।

তিয়ান ছি হ্রদের পাশ, খুনমিং শহরের তুং নান গ্রাম। ৩০ বছর আগে হুয়া জং ই নামে একজন গ্রামবাসিন্দা নিজের জমিতে ফুল চাষ শুরু করেন এবং তখন থেকে ইউন নান প্রদেশের ফুল শিল্প শুরু হয়। তিনি কখনও ভাবেন নি তুং নান এমন ছোট একটি গ্রাম ভবিষ্যতে এশিয়ার ফুল নগরে পরিণত হবে।

চীনের বাজারে প্রতি ১০টি তাজা ফুলের মধ্যে ৭টি খুনমিং থেকে আসে। তুও নান এখন এশিয়া বৃহত্তম এবং বিশ্ব দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের বিনিময় বাজার।২০১৯ সালে ৯২৩.১ কোটি ফুল এখানে বিনিময় করা হয় এবং তার মূল্য ৭৪৩.৬ কোটি ইউয়ান।

ফু

ল চাষের মাধ্যমে ইউন নান লাখ লাখ পরিবার সচ্ছল জীবনযাপন করতে পারে। খুনমিং শহরের হান চিয়া ইং গ্রামে হান কাং নামে একজন মানুষ গ্রামে প্রথমে হাইড্রেঞ্জা ফুল চাষ করেন এবং প্রতি বছরে তার নিট আয় ৮ লাখ ইউয়ান। চলতি বছরের কোভিড-১৯ মহামারি ফুল শিল্পের ওপর বেশ আঘাত হেনেছে এবং গ্রামের ফুল বিক্রি একসময় কষ্টকর ছিল। হান কাং একটি উপায় খুঁজে পান। তিনি কয়েকজন বিখ্যাত অনলাইন লাইভ দলকে আমন্ত্রণ করেন এবং অনলাইনে ফুল বিক্রি শুরু করেন। দু দিনে তিনি ১৫ লাখ ইউয়ানের ফুল বিক্রি করেছেন। যুব একজন ফুল চাষক হিসেবে হানকাং বড় একটি স্বপ্ন দেখেন, তিনি তার গ্রামে সবচেয়ে সুন্দর হাইড্রেঞ্জা ফুল গ্রামে পরিণত করতে চান।

ফুল হল ইউন নান গ্রীণ অর্থনীতির একটি নামকার্ড। গ্রীণ জ্বালানি, গ্রীণ খাবার ও স্বাস্থ্যকর জীবানযাপন গন্তব্যস্থান এ তিনটি শিল্পের উন্নয়ন গুরত্ব দেয় ইউন নান সরকার।চলতি বছরের জুন মাসে ইউন নান ও সিছুয়ান প্রদেশের সিমান্তে উ তুং ত্য নামে একটি বিদ্যুত কেন্দ্রের প্রথম ইউনিট চালু হয়। জলবিদ্যুৎ কেন্দ্র করে জ্বালানি শিল্প এখন ইউন নানের প্রধান স্তম্ভ শিল্প।

থুং হাই জেলার মালভূমি কৃষি পণ্য কোম্পানির হিমাগার বেসে, কর্মীরা সবজি স্থানান্তর, বাছাই ও প্যাকেজিং করছেন। ফ্রিজে ট্রাকের মাধ্যমে সবজিগুলো চীনের নানা জায়গায় পাঠোনো হয় এমনকি লাওস, ভিয়াতনাম ও থ্যাল্যান্ডে রপ্তানি করা হয়। সবজি চাষ করেন ইউয়ু সু নামে একজন কৃষক। তিনি বলেন, তারা এক ব্ছর ৪ দফা সবজি চাষ করতে পারেন এবং তার ৩মু জমিতে উত্পাদন সবজির মাধ্যমে তার বার্ষিক নিট আয় ১ লাখ ইউয়ানের বেশি। সবজি চাষের মাধ্যমে তিনি ৪ তলার বাড়িঘর নির্মাণ করেন।

ফু সিয়ান হ্রদের পাশে সিয়াও ওয়েন গ্রামে মূলত পর্যটন উন্নয়ন করা হয়। এখানে কোন কোন পরিপারিক হোটেল রুমের দাম পাশে হিলটন হোটেলের সমান হয় এবং সবসময় আগে বুকিং করা হয়েছে।

নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি ব্যবহার উত্সাহ দেয় ইউন নান। মেং চি শহরের নাগরিক লি আই রং তার বেঞ্জ গাড়ি বিক্রি করে একটি নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি কিনেছেন। মাত্র ৪০ হাজার ইউয়ান ব্যয় করেন এবং তার পরামর্শে তার একজন সহকর্মীও নিজের গাড়ি নতুন ধরনের জ্বালানি চালিত গাড়িতে পরিনত করেন। তারা মনে করেন, নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি সস্তা, ব্যবাহারের খরচ কম এবং পাকিংয়ের সুবিধা বেশি। গাড়ি ছোট হয় বলে লি আই রং ও তার সহকর্মী দুজন এখন একটি পাকিং স্পট ব্যবহার করেন। তিনিও হিসাব করেছেন, একবার চার্জিং করলে মাত্র ১৬ ইউয়ান লাগে এবং ২৫০ কিলোমিটার চলবে গাড়িটা। প্রতি মাসে চার্জিংয়ের খরচ ১০০ ইউয়ানের কম। আগে প্রতিমাসে তেলের খরচ ৫০০-৬০০ ইউয়ান ছিল। লি আই রং বলেন, আগে মানুষের ধারণায় দামি গাড়ি তা জীবনযাপন মানের প্রতীক। তবে এখন নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি আরও জনপ্রিয়। মানুষের ধারণা অনেক পরিবর্তন হয়। চলতি বছরে অগাস্ট মাসে ইউন নান সরকার নতুন নীতি প্রকাশ করে। ২০২১ সালের শেষ দিকে আরও ২ লাখটি চার্জিং স্পট নির্মাণ করা হবে এবং সরকারি গাড়ি ও বাসসহ পাবলিক ক্ষেত্রে আরও ৩৫ হাজারটি নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি যোগ দেয়া হবে।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040