২০২০ প্রিন্টিং ও প্রকাশনা সংস্কৃতি সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
  2020-09-08 16:11:52  cri

২০২০ প্রিন্টিং ও প্রকাশনা সংস্কৃতি সম্পর্কে আন্তর্জাতিক সেমিনার ৩১ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বৈশ্বিক নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর কারণে, সেমিনারটি অনলাইন ও অফলাইন পদ্ধতিতে পরিচালিত হয়েছিল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রিন্টিং মিউজিয়াম, ইউরোপীয় ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল প্রিন্টিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রিজ, জার্মানির স্টুটগার্টের মিডিয়া ইউনিভার্সিটি এবং বেলজিয়ামের প্লানটিন মোরেটাস যাদুঘরসহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা, চীনের প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধি এবং শিল্প পেশাদাররা "মুদ্রণ ও প্রকাশনা এবং সাংস্কৃতিক জীবন" থিম নিয়ে এতে আলোচনা করেছেন।

চীন প্রিন্টিং যাদুঘরের পরিচালক সুন বাওলিন সেমিনারে এক একাডেমিক ভাষণে বলেছিলেন, মুদ্রণ সংস্কৃতি মানুষের বৈষয়িক জীবনকে সন্তুষ্ট করার উপর ভিত্তি করে এবং মানুষকে আধ্যাত্মিক আনন্দ দিতে পারে। এই একাডেমিক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা বিশ্বে মানবজীবনকে আরও উন্নত করার পদ্ধতি এবং নতুন যুগে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে ইতিবাচক অবদান রাখার বিষয়টি যৌথভাবে তুলে ধরেছে। অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ মুদ্রণের অতীত ও বর্তমান পর্যালোচনা করেছেন, বিভিন্ন দেশে মুদ্রণ ও প্রকাশের যোগাযোগের সাফল্য এবং বাহ্যিক যোগাযোগে চীন প্রিন্টিং এবং প্রকাশনা কর্তৃক গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন; একই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের মুদ্রণ সংস্কৃতির বিনিময় এবং পারস্পরিক শিক্ষার জন্য নতুন অনুপ্রেরণা এবং রেফারেন্স উঠে এসেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040