ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে
  2020-09-07 16:37:25  cri
সেপ্টেম্বর ৭: আজ (সোমবার) দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে। ফলে ব্রাজিলকে ছাড়িয়ে ভারত বিশ্বে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।

মার্কিন জন্স হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

জুলাই মাসের পর ভারতে মহামারীর দুটি বৈশিষ্ট্য দেখা যায়। একটি হলো, সারা দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে এবং আরেকটি বৈশিষ্ট্য হলো মাঝারি ও ছোট শহর এবং গ্রামাঞ্চলে মহামারী দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতের গণমাধ্যম জানায়, গত এক মাসে ভারতে দৈনিক আক্রান্তের পরিমাণ বিশ্বে রেকর্ড তৈরি করেছে।

(লিলি/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040