বন্ধুরা, শুনছিলেন আফ্টার জার্নির'র কন্ঠে 'হৌমুউ' শীর্ষক গান। ২০১৭ সালের মে মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের জুন মাসে তিনি চীনের প্রথম হিপহপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। ডিসেম্বরে তিনি চলচ্চিত্রের থিম সং রচনা করেন এবং গানে কন্ঠ দেন। ২০১৮ সালের মার্চ মাসে তিনি নতুন গান প্রকাশ করেন। মে মাসে তিনি যুক্তরাষ্ট্রের টক শো অনুষ্ঠানে অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য পুরাতন মদ' শীর্ষক গান। এই চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন আফ্টার জার্নির'র কন্ঠে 'প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য পুরাতন মদ' শীর্ষক গান। ২০১৮ সালের ২৯ অগাষ্ট তিনি চীনের প্রথম নতুন গান সুপারিশ অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের নভেম্বরে তিনি চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ডিসেম্বরে তিনি ইন্টারনেটে আয়োজিত একটি সংগীত শো'র বিচারক হিসেবে অংশ নেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি টিভি সিরিজের থিম সং রচনা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্লেয়ার যুদ্ধ' শীর্ষক গান। গানটি একটি ইন্টারনেট গেমসের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আফ্টার জার্নির'র কন্ঠে 'প্লেয়ার যুদ্ধ' শীর্ষক গান। ২০১৯ সালের ১৭ অক্টোবরে তিনি ২০১৯ সালের ফোর্বস চীনের ৩০ আন্ডার ৩০ এলিট তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হুনান প্রদেশের ল্যান্টার্ন ফেস্টিভালের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। একই বছরের ২৪ অগাষ্টে তিনি নিজের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ও মাই গড' শীর্ষক গান। আফ্টার জার্নির চীনের বিখ্যাত অভিনেতা শাওবিংয়ের সঙ্গে গানটি দ্বৈত কন্ঠে গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আফ্টার জার্নির ও শাওবিংয়ের কন্ঠে 'ও মাই গড' শীর্ষক গান। জুনিয়ার বিদ্যালয়ের সময় আফ্টার জার্নির মার্কিন এনবিএ বাস্কেটবল খেলোয়াড়, স্ট্রিট ডান্স, হিপহপ কন্ঠশিল্পী পছন্দ ছিল। হাইস্কুল থেকে তিনি অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে যান। পরে তিনি নিজের সংগীতের স্বপ্ন বাস্তবায়নের জন্য চীনে ফিরে আসেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'অনুমোদিত' শীর্ষক গান। আফ্টার জার্নি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আফ্টার জার্নির কন্ঠে 'অনুমোদিত' শীর্ষক গান। ২০১৭ সালের ৪ মে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ২৯ নভেম্বর তিনি কন্ঠশিল্পী হুয়াং স্যু'র সঙ্গে এশিয়া সংগীত উত্সবের বার্ষিক শ্রেষ্ঠ হিপহপ গ্রুপের পুরস্কার লাভ করেন। একই বছরে দু'জন UNOYOUNG শীর্ষক প্রতিযোগিতায় বার্ষিক সবচেয়ে প্রভাবিত গ্রুপের পুরস্কার লাভ করেন। আফ্টার জার্নির গানগুলো অধিকাংশই তার নিজের লেখা গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এমপি৩' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)