রোববারের আলাপন-200906
  2020-09-07 11:14:07  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না মিডিয়া গ্রুপের চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ সরকার চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের কোভিড-১৯ ভাইরাসের টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "আমরা সব প্রয়োজনীয় টিকা গবেষণার প্রটোকল পরীক্ষার পর সিনোভ্যাকের কোভিড-১৯ ভাইরাসের টিকার মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছি।"

তিনি আরও জানান, বাংলাদেশ এ থেকে অনেক কল্যাণ ও সুবিধা পাবে। যদি চীনা কোম্পানির টিকা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে বাংলাদেশের লাভ।

তিনি বলেন, "সেক্ষেত্রে আমরা বিনামূল্যে এক লাখ টিকা পাব। এ ছাড়া আমরা পর্যাপ্ত টিকা ক্রয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবো। আমরা সিনোভ্যাককে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেবো, যাতে তারা তাদের টিকার ট্রায়ল শেষ করতে পারে এবং এ মারাত্মক ভাইরাস নির্মূল করতে পারে।'

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040