নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের মহামারির পর নেপালের সশস্ত্রবাহিনী দ্বিতীয় প্রদেশের বিভিন্ন বন্দরে ৫৯টি স্টেশন স্থাপন করেছে। যাতে ভারত থেকে অবৈধ প্রবেশ রোধ করা যায়; আর নেপালে প্রবেশকারীদের পরীক্ষা ও আইসোলেশনে পাঠানো যায়। এ পর্যন্ত নেপালের সশস্ত্রবাহিনী দ্বিতীয় প্রদেশের ২০টি স্থানে পরীক্ষা ও আইসোলেশন কেন্দ্র স্থাপন করেছে। এসব স্থানে মোট বিছানার সংখ্যা ৫৫১টি।
নেপালের দক্ষিণাঞ্চলীয় দ্বিতীয় প্রদেশে ভারতের সঙ্গে ৪৬৪ কিলোমিটারের সীমান্ত আছে। প্রদেশের ৮টি জেলা ভারত সীমান্তে অবস্থিত।
(শুয়েই/তৌহিদ/লিলি)