১৯৯৩ সালের অক্টোবর মাসে ছেন চিয়ে ই'র প্রথম চীনা ভাষার অ্যালবাম 'সুষম হওয়া' প্রকাশিত হয়। ১৯৯৪ সালে ছেন চিয়ে ই তাইওয়ান প্রদেশের লি দ্য মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানির একজন শিল্পী হন। নভেম্বর মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম 'হৃদয়ের ব্যথা' প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গীত মহলে পা রাখেন।
১৯৯৫ সালের জুন মাসে ছেন চিয়ে ই'র তৃতীয় অ্যালবাম 'উত্তেজনাময়' রিলিজ হয়। ১৯৯৬ সালের জুন মাসে ছেন চিয়ে ই'র চতুর্থ অ্যালবাম 'মর্মাহত' রিলিজ হয়। একই বছরের ডিসেম্বর মাসে ছেন চিয়ে ই'র পঞ্চম অ্যালবাম 'তোমাকে ঘৃণা করতে চাই না' প্রকাশিত হয়।
১৯৯৭ সালের মে মাসে, ছেন চিয়ে ই সেই বছর তাইওয়ান গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার পান। একই বছরের ডিসেম্বর মাসে ছেন চিয়ে ই'র ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'প্রকাশ' বাজারে আসে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে হংকংয়ের সঙ্গীত মহলে পা রাখেন।
১৯৯৮ সালের মে মাসে, ছেন চিয়ে ই'র দ্বিতীয় ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'আমাকে ভালোবেসেছো' প্রকাশিত হয় এবং অগাস্ট মাসে, ছেন চিয়ে ই'র ষষ্ঠ ম্যান্ডারিন ভাষার অ্যালবাম 'জীবনের পথে' বাজারে আসে।
১৯৯৯ সালের অগাস্ট মাসে ছেন চিয়ে ই'র সপ্তম চীনা ভাষার অ্যালবাম 'গর্ব' রিলিজ হয়। ২০০০ সালের জানুয়ারি মাসে, নিজের নতুন গান ও আগের জনপ্রিয় গানগুলো নিয়ে ছেন চিয়ে ই 'সেই দিন, সেই রাতে' নামের একটি অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের এপ্রিল মাসে তিনি ক্যান্টোনিজ ভাষায় নিজের নতুন গান ও শ্রেষ্ঠ গানগুলো নিয়ে 'সবচেয়ে ভালো' নামের অ্যালবাম প্রকাশ করেন।
২০০১ সালে ছেন চিয়ে ই প্রথমবারের মতো সিংগাপুরে কনসার্ট আয়োজন করেন।
২০০২ সালের সেপ্টেম্বর মাসে, ছেন চিয়ে ই আরেকটি অ্যালবাম 'ছেন চিয়ে ই'র দুনিয়া' প্রকাশ করেন। এই অ্যালবামের অধিকাংশ গান তাঁর নিজের রচিত এবং তিনি প্রথমবারের মতো এই অ্যালবামে প্রযোজক হিসেবেও কাজ করেন।
২০০৩ সালের অক্টোবর মাসে ছেন চিয়ে ই'র নবম অ্যালবাম 'উপলব্ধি' রিলিজ হয়।
২০১৪ সালের ডিসেম্বর মাসে ছেন চিয়ে ই চীনের হুনান টেলিভিশিনের সঙ্গীতানুষ্ঠান 'আই অ্যাম সিংগার'-এ অংশ নেন।
২০১৬ সালে ছেন চিয়ে ই'র অ্যালবাম 'স্বর্গের কাছে' প্রকাশিত হয়। (ফেই/আলিম)