লিন জুন চিয়ে
  2020-09-09 14:41:06  cri
200909music

লিন জুন চিয়ে, ১৯৮১ সালের ২৭ মার্চ সিংগাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন বিখ্যাত কন্ঠশিল্পী, সুরকার।

২০০৩ সালে তাঁর প্রথম অ্যালবাম 'সঙ্গীতের যাত্রী' প্রকাশিত হয়। তখন চীনে সার্স ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কিন্তু এর মধ্যেও তিনি ও তাঁর দল তিন মাসের মধ্যে ২৬টি শহরে শতাধিক কনসার্ট আয়োজন করেন। এর মাধ্যমে চীনের মূল ভূভাগে তাঁর মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

২০০৪ সালে লি জুন চিয়ে প্রধানত চীনের মূল ভূভাগের সঙ্গীত বাজারে কাজ করেন। তাঁর দ্বিতীয় অ্যালবাম 'দ্বিতীয় স্বর্গ' সেই বছরে প্রকাশিত হয়। এর থিম সং 'চিয়াং নান' লিন জুন চিয়ে-এর সঙ্গীত জীবনের প্রতিনিধিত্বশীল গান। একই বছর তিনি 'সঙ্গীতের যাত্রী' অ্যালবাম দিয়ে ১৫তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়াডর্সের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার করেন।

২০০৫ সালে লিন জুন চিয়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গিয়ে সঙ্গীত শেখেন। একই বছরের ২৫ মার্চ তাঁর তৃতীয় অ্যালবাম '৮৯৭৫৭ নম্বর' রিলিজ হয়।

২০০৬ সালের ২৮ জানুয়ারি, লিন জুন চিয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে 'এক হাজার বছর পর' নামের গানটি পরিবেশন করেন। তিনি ৩৩.৩ শতাংশের সমর্থন পেয়ে সেই অনুষ্ঠানে সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে নির্বাচিত হন।

২০০৬ সালে লিন জুন চিয়ে-এর চতুর্থ অ্যালবাম 'ছাও ছাও' রিলিজ হয়। তিনি প্রথমবারের মতো এই অ্যালবামের জন্য রক সঙ্গীত রচনা করেন।

২০০৬ সালে লিন জুন চিয়ে-এর বিশ্ব ট্যুর কনসার্ট শুরু হয়। ২০০৭ সালের ২৭ মার্চ, লিন জুন চিয়ে নিজেই JFJ Productions নামে সঙ্গীত কোম্পানী প্রতিষ্ঠান করেন। একই বছরের ২৯ জুন তাঁর আরেকটি অ্যালবাম 'পশ্চিম সীমান্ত' বাজারে আসে।

২০০৮ সালের ১৮ অক্টোবর লিন জুন চিয়ে-র অ্যালবাম 'জে জে' বাজারে আসে। ২০০৯ সালের ২৮ মার্চ, লিন জুন চিয়ে-র দ্বিতীয় বিশ্ব ট্যুর কনসার্ট সিংগাপুরে শুরু হয়। একই বছরের ১৫ ডিসেম্বর লিন জুন চিয়ে '১০০ দিন' শীর্ষক অ্যালবাম নিয়ে আবারও সঙ্গীত মহলে ফিরে আসেন।

২০১০ সালে লিন জুন চিয়ে '১০০ দিন' অ্যালবামের কারণে তিনি ২১তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর মনোনোয়ন পান।

২০১০ সালের ২১ অগাস্ট লিন জুন চিয়ে বেইজিংয়ে তাঁর তৃতীয় বিশ্ব ট্যুরো কনসার্ট শুরু করেন।

২০১৪ সালে লিন জুন চিয়ে 'তোমার জন্য' অ্যালবামের কারণে ২৫তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ চীনা ভাষার পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার পান।

২০২০ সাল পর্যন্ত লিন জুন চিয়ে মোট ১৩টি অ্যালবাম প্রকাশ করেন এবং শতাধিক গান রচনা করেন। (ফেই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040