২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়াং সিন লিং তাইওয়ানের Avex সঙ্গীত কোম্পানীর প্রথম শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন। তার প্রথম অ্যালবাম 'Cyndi Begin'-এ অন্তর্ভুক্ত রয়েছে 'সিন্ডেরেলার অশ্রু'সহ দশটি প্রেমের গান। ওয়াং সিন লিং-এর চেহারা খুব মিষ্টি, অনেকটা রাজকুমারীর মতো। অ্যালবামের থিম সং 'সিন্ডেরেলার অশ্রু' ওয়াং সিন লিং-এর কন্ঠের বৈশিষ্ট্য অনুসারে রচনা করা হয়েছে। এই অ্যালবাম প্রকাশের পর পরই ওয়াং সিন লিংয়ের সঙ্গীত-প্রতিভা ও সুন্দর চেহারা অনেক তরুণ-তরুণীর মন জয় করে।
২০০৪ সালের মার্চ মাসে ওয়াং সিন লিং-এর দ্বিতীয় অ্যালবাম 'তোমাকে ভালোবাসি' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'তোমাকে ভালোবাসি', 'প্রথমবারের মতো ভালোবাসার মানুষ'সহ দশটি প্রেমের গান। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ২ লক্ষাধিক কপি। সেবছরের জুন মাসে সঙ্গীত কোম্পানী ৬০ লাখ ইউয়ান ব্যয় করে ওয়াং সিন লিং-এর জন্য প্রথম কনসার্ট আয়োজন করে।
২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে, ওয়াং সিন লিং বিশ্বের বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন 'ELLE girl'-এর প্রচ্ছদে স্থান পান। তিনি এ মর্যাদা পাওয়া প্রথম চীনা নারীশিল্পী। একই বছরের ১৮ ফেব্রুয়ারি ওয়াং সিন লিং-এর তৃতীয় অ্যালবাম 'Honey' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'Honey' এবং 'পাখা' সহ দশটি গান। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ১.৮ লাখেরও বেশি কপি। আর ওয়াং সিন লিং এই অ্যালবাম নিয়ে প্রথমবারের মতো মূল ভূভাগের বাজারেও প্রবেশ করেন।
২০০৫ সালের জুলাই মাসে, ওয়াং সিন লিং তাঁর শ্রেষ্ঠ ও জনপ্রিয় গান নিয়ে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ করেন। এতে 'DA DA DA'সহ ২০টি গান অন্তর্ভুক্ত রয়েছে। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ১.৫ লাখেরও বেশি কপি।
২০০৫ সালের ডিসেম্বর মাসে, ওয়াং সিন লিং-এর চতুর্থ অ্যালবাম 'Cyndi With U' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমি ভালো থাকবো'সহ দশটি গান।
২০০৬ সালের জানুয়ারি মাসে ওয়াং সিন লিং তাইওয়ান প্রদেশে Cyndi NO.1 নামে কনসার্ট আয়োজন করেন। ২০০৭ সালের এপ্রিল মাসে তাঁর পঞ্চম অ্যালবাম 'Magic Cyndi' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'সেই বছর গ্রীষ্মকালের শান্ত সমুদ্র'। এসময় ওয়াং সিন লিং-এর নিজের রচিত গান নিয়ে অ্যালবাম 'আলমারির গোপন কথা' বাজারে আসে। এই অ্যালবাম এক মাসের মধ্যে বিক্রি হয়েছে ৬০ হাজারেরও বেশি কপি।
২০১২ সালে ওয়াং সিন লিং-এর নবম অ্যালবাম 'ভালোবাসে বা ভালোবাসে না' রিলিজ হয়। ২০১৪ সালে তাঁর দশম অ্যালবাম 'দশম ওয়াং সিন লিং' বাজারে আসে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সিন লিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)