ইয়াং ছেং লিন
  2020-09-06 15:53:59  cri

ইয়াং ছেং লিন, ১৯৮৪ সালের ৪ জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সঙ্গীত মহলের একজন বিখ্যাত কন্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপিকাও বটে।

১৯৯৯ সালের শেষ নাগাদ ইয়াং ছেং লিন সঙ্গীত কোম্পানী বিএমজি'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানীর একজন শিল্পী হন। ২০০০ সালে তিনি টিভি সিরিজ 'Meteor Garden'-এ প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন। এটি ছিল টিভি ও চলচ্চিত্রের জগতে ইয়াং ছেং লিনের প্রথম পা রাখা।

২০০০ সালে ইয়াং ছেং লিন অন্য তিনটি মেয়ের সঙ্গে '4 in love' নামে সঙ্গীত ব্যান্ড গঠন করেন। একই বছরের নভেম্বর মাসে ব্যান্ডের প্রথম অ্যালবাম 'Fall in love' প্রকাশিত হয়। তখন থেকে ইয়াং ছেং লিন সঙ্গীত ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিজের শিল্পীজীবন শুরু করেন।

২০০৩ সালে তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্পের কারণে '4 in love'ব্যান্ডটি ভেঙে যায়। ২০০৫ সালে ইয়াং ছেং লিন নতুন সঙ্গীত কোম্পানীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাঁর প্রথম অ্যালবাম 'ambiguous' প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'পরবর্তী হাসি', 'শুধুই তোমাকে ভালোবাসতে চাই'সহ দশটি গান।

২০০৬ সালের ১৭ মার্চ, ইয়াং ছেং লিনের দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসার সঙ্গে দেখা করেছি' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'বাম দিকে', 'উদযাপন'সহ দশটি গান। এই অ্যালবাম বাজারে আসার আগেই ৫০ হাজার কপি বুকিং হয়ে যায়, যেটি একটি রেকর্ড।

২০০৭ সালের ৭ সেপ্টেম্বর ইয়াং ছেং লিনের তৃতীয় অ্যালবাম 'Arbitrary gate' প্রকাশিত হয়। এতে অন্তর্ভূক্ত রয়েছে 'একগুঁয়ে' এবং 'অক্সিজেনের ঘাটতি'সহ দশটি গান।

২০০৮ সালে ইয়াং ছেং লিন সোনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের ৭ নভেম্বর তাঁর চতুর্থ চীনা ভাষার অ্যালবাম 'অর্ধেক পরিপক্কের ঘোষণা' রিলিজ হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমাকে নিয়ে যাও', 'স্নায়ুযুদ্ধ'সহ দশটি প্রেমের গান।

২০১০ সালের পয়লা জানুয়ারি, ইয়াং ছেং লিনের পঞ্চম অ্যালবাম 'Rainie & Love....' বাজারে আসে। একই বছরের ২৪ এপ্রিল ইয়াং ছেং লিন প্রথমবারের মতো তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে তাঁর 'বিশ্ব ট্যুর কনসার্ট' উন্মোচন করেন।

২০১১ সালের ২৯ জুলাই, ইয়াং ছেং লিনের ষষ্ঠ অ্যালবাম 'look up' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমরা বোকা'সহ দশটি প্রেমের গান।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে, ইয়াং ছেং লিনের দশম অ্যালবাম 'growth ring' প্রকাশিত হয়। এই অ্যালবামের থিম সং 'growth ring' ২৮তম তাইওয়ানের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়াডর্সের শ্রেষ্ঠ বার্ষিক গানের মনোনোয়ন লাভ করে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং ছেং লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040