মস্কোতে চীন-ভারত প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2020-09-05 18:12:44  cri

সেপ্টেম্বর ৫: মস্কোতে শাংহাই সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ, করোলেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রিদের যৌথ সম্মেলনে অংশগ্রহণকারী চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করেছেন।

ওয়েই ফেং হ্য বলেন, সম্প্রতি সীমান্ত সমস্যা নিয়ে দু'দেশ ও দু'দেশের সেনাদের সংঘাত হয়েছে। এ বিষয়ে দু'দেশের প্রতিরক্ষামন্ত্রীর আন্তরিক মতবিনিময় খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে দু'দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি খুব স্পষ্ট, এর দায় সম্পূর্ণ ভারতের। চীনের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না। চীনা বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় আস্থাবান ও সক্ষম। দু'পক্ষের উচিত সতর্কতার সঙ্গে প্রেসিডেন্ট সি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা। চীন আশা করে ভারত দু'দেশের স্বাক্ষরিত ধারাবাহিক চুক্তি মেনে চলবে, বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণ জোরদার করবে এবং উসকানি বন্ধ করবে।

সিং বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন পর্যায়ে দু'দেশের সুষ্ঠু সংলাপ বজায় রাখা এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040