চলতি বছরেই চীনের সীমান্ত-সেবাবাণিজ্যের নেতিবাচক তালিকা প্রকাশিত হবে
  2020-09-04 16:59:28  cri

সেপ্টেম্বর ৪: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সেবাবাণিজ্য বিভাগের প্রধান সিয়ান কুও ই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে জানান, চলতি বছরের শেষ নাগাদ চীনের সীমান্ত-সেবাবাণিজ্যের নেতিবাচক তালিকা প্রকাশিত হবে। এটা হবে সেবাখাতের প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণের পথে চীনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন চীনে বিভিন্ন সেবার চাহিদা প্রচুর এবং সেবার আমদানিও দ্রুত বাড়ছে। ভবিষ্যতে সেবাখাতে উন্মুক্তকরণ সম্প্রসারণের পাশাপাশি চীনা সেবার আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাক্ষমতাও বাড়ানো হবে।

সিয়ান কুও ই বলেন, বর্তমানে বিভিন্ন দেশে মহামারি পরিস্থিতি ভালো নয়। মার্চ মাস থেকে অনেক দেশে সেবাবাণিজ্যের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে। তবে, মহামারিতে ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে; সেবা ভোগের নতুন পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভবিষ্যতে ঐতিহ্যিক সেবাবাণিজ্য স্থিতিশীল করার পাশাপাশি, সেবা খাতের উন্মুক্তকরণ গভীরতর করা হবে এবং চীনা সেবাবাণিজ্যের গুণগত মান বাড়ানো হবে। (শিশির/আলিম/রুবি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040