সিনচিয়াংয়ের জনসংখ্যা নিয়ে মিথ্যাচার করছেন মার্কিন রাজনীতিকরা: সিআরআই সম্পাদকীয়
  2020-09-03 19:59:33  cri
সেপ্টেম্বর ৩: চীনের সিনচিয়াংয়ের উন্নয়ন ও গবেষণা কেন্দ্র গতকাল (বুধবার) 'বিদেশিদের সিনচিয়াংয়ের জনসংখ্যা নিয়ে প্রচারণাবিষয়ক প্রতিবেদন' প্রকাশ করে। এ প্রতিবেদনে বিস্তারিত তথ্য-উপাত্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের একশ্রেণীর রাজনীতিকদের সিনচিয়াংয়ের জনসংখ্যা নিয়ে মিথ্যাচার খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে, সিনচিয়াংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা করছেন তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একশ্রেণীর রাজনীতিক মিথ্যাচার করে বলেন, সিনচিয়াংয়ের জনসংখ্যা দ্রুত কমছে। চীন সরকার উইঘুর জাতির জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে। এ প্রসঙ্গে উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিন চিয়াংয়ের জনসংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। স্থায়ী বাসিন্দার সংখ্যা ১৩.৯৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে হান জাতির জনসংখ্যা ২ শতাংশ এবং সংখ্যালুঘ জাতির জনসংখ্যা ২২.১৪ শতাংশ বেড়েছে। উইঘুর জাতির জনসংখ্যা ২৫.০৪ শতাংশ বেড়েছে। এতে প্রমাণিত হয় যে, চীন সরকার বরাবরই চীনের নানান জাতির মানুষের বৈধ স্বার্থ রক্ষা করে আসছে এবং জনসংখ্যার দিক দিয়ে, বিশেষ করে উইঘুর জাতিসহ নানা সংখ্যালঘু জাতিকে অগ্রাধিকার দিয়ে আসছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040