সেপ্টেম্বর ৩: সম্প্রতি ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় 'দেশের সার্বভৌমত্ব ও ভূভাগের অখন্ডতা, জাতীয় প্রতিরক্ষা, নিরাপত্তা ও পাবলিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর' আ্যখ্যায়িত করে চীনের ১১৮টি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ ভারতে নিষিদ্ধ করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এ বিষয়ে বলেন, চীন এ ব্যাপারে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।
তিনি বলেন, ভারত জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের কোম্পানির বিরুদ্ধে বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়মের লঙ্ঘন। বিদেশে চীনা কোম্পানিগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। সংশ্লিষ্ট দেশগুলোর উচিত চীনা কোম্পানিগুলোর আইনগত অধিকার সুনিশ্চিত করা। ভারতের এ সিদ্ধান্ত যেমন চীনা বিনিয়োগকারী ও সেবা প্রদানকারীদের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার নষ্ট করেছে, তেমনি ভারতীয় ভোক্তাদের অধিকার নষ্ট করেছে ও সেদেশের বিনিয়োগের পরিবেশকেও নষ্ট করেছে।
মুখপাত্র আরও বলে, আশা করা যায় ভারত ও চীন একসাথে কষ্টার্জিত সহযোগিতাব্যবস্থা ও উন্নয়ন পরিস্থিতিকে রক্ষা করবে এবং চীনা কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও সেবাপ্রদানকারীদের জন্য একটি উন্মুক্ত, ন্যায়ভিত্তিক ব্যবসা পরিবেশ সৃষ্টি করবে। (শিশির/আলিম/রুবি)