চীনা গায়িকা ওয়াং রো লিন
  2020-09-03 15:49:27  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন বিশেষ গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো; তার নাম ওয়াং রো লিন। তার নিজের রচিত জ্যাজ গান অনেক সুন্দর। তবে, একজন গায়িকা হিসেবে তিনি খুব বেশি জনপ্রিয় বা পরিচিত নয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে শুনবো ওয়াং রো লিনের খুবই জনপ্রিয় একটি গান 'Maze'। গানে একটি মেয়ের প্রেমের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা হয়েছে। গানটি ২০০৮ সালে প্রকাশিত হয় এবং সে বছরের সবচেয়ে জনপ্রিয় চীনা গানের পুরস্কার পায়।
বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ১

ওয়াং রো লিন ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা চীনের তাইওয়ানের বিখ্যাত সংগীত প্রযোজক। বাবার কারণে তিনি খুব ছোটবেলা থেকেই বাদ্যযন্ত্র বাজানো ও গান গাওয়া শিখেন। ওয়াং রো লিন ১৪ বছর বয়স থেকে সংগীত রচনা শুরু করেন, ১৬ বছর বয়সে তিনি  প্রথম পারফরমেন্স করেন এবং অনেক প্রশংসা পান। ২০০৮ সালে ওয়াং রো লিন তার প্রথম অ্যালবাম 'Start From Here' প্রকাশ করেন। অ্যালবামের অধিকাংশ গান তার নিজের রচনা। এর মাধ্যমে সবাই তার সংগীত প্রতিভা সম্পর্কে জানতে পারে। তার এই অ্যালবামও বেশ জনপ্রিয় হয়।
বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে একটি জনপ্রিয় ইংরেজি গান 'As Love Begins to Mend'।গান ২

২০১১ সালে ওয়াং রো লিন তার দ্বিতীয় অ্যালবাম 'The Things We Do For Love' প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি সে বছরের শ্রেষ্ঠ জ্যাজ গায়কের পুরস্কার পান। তখন থেকে জ্যাজ সংগীত ওয়াং রো লিনের একটি বৈশিষ্ট্য হিসেবে সবার কাছে পরিচিত হয়। এক সময়ে তাকে চীনা সংগীত মহলে সবচেয়ে জনপ্রিয় গায়ক হিসেবে বিবেচনা করা হতো। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ওয়াং রো লিনের কণ্ঠে একটি সুন্দর গান 'The Things We Do For Love'।গান ৩

ওয়াং রো লিন নিজের রচিত গান গাওয়া ছাড়া অনেক পুরানো গানও গেয়েছেন। এতে তিনি তার বৈশিষ্ট্যময় জ্যাজ সংগীতের উপাদান যোগ করেছেন এবং খুব আকর্ষণীয় নতুন সংগীতশৈলী সৃষ্টি করেছেন। তার নতুন করে গাওয়া পুরানো গানগুলো এমনকি তার মূল সংস্করণের চেয়েও আরো জনপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুরা, এখন শুনুন ওয়াং রো লিনের গাওয়া এক জনপ্রিয় পুরানো গান 'ঘনিষ্ঠ প্রেমিকা'।গান ৪

২০১৩ সালে ওয়াং রো লিন নতুন অ্যালবাম 'গ্যালাক্সি সংকট' প্রকাশ করেন। এটি একটি অ্যাভান্ট-গ্র্যাড (avant-garde) অ্যালবাম। এতে জ্যাজের পাশাপাশি ইলেকট্রনিক, Bossa Nova, Big Band ইত্যাদি সংগীতশৈলী রয়েছে। তিনি আশা করেন তার সংগীতের গানের মাধ্যমে দর্শকদেরকে ছোটবেলার স্মৃতি জাগিয়ে তুলবেন এবং গ্যালাক্সি ভ্রমণের অভিজ্ঞতা দেবেন।
বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান ' Enlightenment'।গান ৫

অনেক মানুষ বিশ্বাস করে শুধু পশ্চিমারা ভালো জ্যাজ সংগীত রচনা করতে পারে। তবে ওয়াং রো লিন এর ব্যতিক্রম। ছোট থেকে বিভিন্ন ধরণের সংগীত শোনা ও শেখার কারণে তিনি জ্যাজ ও অন্যান্য পাশ্চাত্য সংগীত সম্পর্কে জানেন এবং তা রচনা করতে পারেন। ২০১৩ সালে ওয়াং রো লিন  Alice's Adventures in Wonderland, Romeo and Juliet ইত্যাদি ক্লাসিক চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নতুন অ্যালবাম 'Midnight Cinema' প্রকাশ করেন। এতে অনেক ইংরেজি গান রয়েছে। অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহে  iTunes-এ তা প্রথম স্থান দখল করে।
বন্ধুরা, এখন শুনুন ওয়াং রো লিনের গান 'Alice in Wonderland'।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসঙ্গে ওয়াং রো লিনের আরো একটি কোমল ও সুন্দর প্রেমের গান 'I Love You' শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040