সম্প্রতি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাইস্কুল, মাধ্যমিক স্কুল, প্রাথমিক স্কুল ও কিন্ডারগার্টেনে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে।
৩১ অগাস্ট, নান চিং শহরের ফু চি মিয়াও প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'খাই পি' নামের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনের ঐতিহ্যিক সংস্কৃতিতে খাই পি শিক্ষার্থীদের জন্য জীবনের বড় একটি অনুষ্ঠান। লেখাপড়ার প্রথম দিন শিক্ষার্থীরা অনেক আগে বিদ্যালয়ে এসে শিক্ষকের কাছ থেকে জীবনের সর্বাধিক প্রাথমিক সত্য শিখে এবং বই পড়া, অক্ষর লেখা, কনফুসিয়াসের পূজা করাসহ নানান অনুষ্ঠান শেষ করে আনুষ্ঠানিকভাবে স্কুলে ভর্তি হয়।
৩০ অগাস্ট ইনার মঙ্গোলিয়ার হোহহট শহরের সুন থং চিয়ে প্রাথমিক স্কুলে নতুন সেমিস্টারে আয়োজিত হয় 'খাবার সাশ্রয়, অপচয় না করা' বিষয়ক একটি অনুষ্ঠান।
৩০ অগাস্ট ছুং ছিং শহরের ইউয়ু তাই শান প্রাথমিক স্কুলের নতুন ক্যাম্পাসে আয়োজিত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান। (শিশির/আলিম/রুবি)