'গাগা'
  2020-08-31 13:09:35  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে একটি সংগীত গ্রুপের পরিচয় দিবো। গ্রুপের নাম আনু। গ্রুপটি একটি হিপহপ গ্রুপ। কংবা ও বাইয়া নামক দু'জন কন্ঠশিল্পী নিয়ে গ্রুপটি গঠিত হয়। ২০১৬ সালে গ্রুপটি প্রথম নিজের প্রযোজনায় অ্যালবাম প্রকাশ করে। প্রথমে শোনাবো তাঁদের কন্ঠে 'প্লাই' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। দু'জন গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। দু'জন কন্ঠশিল্পী হলেন তিব্বতি জাতির মানুষ। গানটিতে তিব্বতি সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সংগীত গ্রুপ আনু'র কন্ঠে 'ফ্লাই' শীর্ষক গান। ২০১৮ সালে তাঁরা দ্বিতীয় তিব্বত, ছিয়াং ও ই জাতির সংগীত প্রতিযোগিতার নব্যতাপ্রবর্তন পুরস্কার লাভ করেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে তাঁরা হুনান প্রদেশ টিভি কেন্দ্রের সংগীত অনুষ্ঠানে অংশ নেন। দু'জন ছোটবেলা থেকে সংগীতে আগ্রহী হয়ে ওঠেন। কংবা ছোটবেলা থেকে বাঁশি বাজানো শিখা শুরু করেন। পরে তিনি সিছুয়ান প্রদেশের তিব্বতি সংস্কৃতি বিদ্যালয়ে তিব্বতি ভাষার বিভাগে লেখাপড়া করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'গাগা' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটি হলো দু'জনের নিজের লেখা গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ আনু'র 'গাগা' শীর্ষক গান। গ্রুপটির সদস্য বাইয়া ছিংহাই প্রদেশের শিল্প একাডেমিতে সংগীত নিয়ে লেখাপড়া করেন। একাডেমিতে তিনি গানের কথা লেখার চেষ্টা করতে শুরু করেন। এ ছাড়াও তিনি তিব্বতি ভাষায় উপন্যাস লেখার চেষ্টা করেন। এই অভিজ্ঞতাগুলি ভবিষ্যতে তাদের মূল সঙ্গীত শৈলীতেও গভীর প্রভাব ফেলে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ব্যর্থ, কিন্তু কাঁদি না'। গানটি ২০১৯ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। গানটি একটি তিব্বতি ভাষার গান। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ আনু'র 'ব্যর্থ, কিন্তু কাঁদি না' শীর্ষক গান। দু'জন ছোটবেলা থেকে পরস্পরের বন্ধু। তাঁদের সংগীতে আগ্রহ বেশি। একদিন দু'জন বাসে হঠাত্ একটি গ্রুপ গড়ে তোলার চিন্তাভাবনা করেন। গ্রুপের নাম 'আনু', তিব্বতি ভাষায় মানে তরুণ। প্রথম দিকে তাঁরা বেইজিংয়ে সংগীত একাডেমিতে লেখাপড়া করতেন। পরে সংগীত কোম্পানিতে যোগ দিয়ে সংগীত উত্সবে অংশ নিতে থাকেন। এ ছাড়াও দু'জন বিভিন্ন ধরণের কাজ করেছেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে 'চাই না' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ আনু'র কন্ঠে 'চাই না' শীর্ষক গান। ২০১৬ সালে আনু গ্রুপ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। একই বছরের জুলাই মাসে গ্রুপটি প্রথম ইপি প্রকাশ করে। ইপিতে দু'টি গান অন্তর্ভুক্ত হয়। সে বছরের ২৭ ডিসেম্বর তাঁরা একটি তিব্বতি ভাষার গান প্রকাশ করেন। তাঁদের সংগীতে তিব্বতি সংগীত, হিপহপ ও পপ সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। এখন শোনাবো তাঁদের কন্ঠে 'তোমার কাছ থেকে' শীর্ষক গান। গানটি গত এপ্রিলে প্রকাশিত হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ আনু'র 'তোমার কাছ থেকে' শীর্ষক গান। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের সংগীত 'গাগা' বাজারে মুক্ত হওয়ার পর তাঁরা জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৯ সালের ৩১ মে তাঁদের প্রকাশিত শিশু সংগীত চীনে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সামার ড্রিম' শীর্ষক গান। গত জুলাই মাসে এটি প্রকাশিত হয়। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040