'এক'
  2020-08-31 12:27:57  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আগা'র পরিচয় দিবো। তাঁর আসল নাম আগাট হা কং। তিনি ১৯৮৮ সালের ২১ জানুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'গোল' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। আগা নিজে এর সুর রচনা করেন। গানটিতে বলা হয়েছে: গোল হলো সুখ। গোল হলো হাসিমুখ। গোল হলো নাচের মুদ্রা।....

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আগা'র কন্ঠে 'গোল' শীর্ষক গান। তিনি একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হলেন একজন কন্ঠশিল্পী। মা পিয়ানোবাদক। সেজন্য তিনি ছোটবেলা থেকে সংগীতের প্রতি আগ্রহী হন। তিনি নয় বছর বয়স থেকে পিয়ানো শিক্ষা শুরু করেন। তিনি গান গাওয়া ও গিটার বাজানোয় দক্ষ। এখন শোনাবো তাঁর কন্ঠে 'থ্রি এএম' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটির সুর আগা নিজে রচনা করেছেন। গানটি একটি ক্যান্টোনিজ ভাষার গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আগা'র কন্ঠে 'থ্রে এএম' শীর্ষক গান। তিনি হংকংয়ে জন্মগ্রহণ করেন, পরে বিদেশে সংগীত নিয়ে পড়াশোনা করেন। তিনি নিজে পিয়ানো বাজিয়ে গান গাইতে পারেন। বিনোদন জগতে প্রবেশ করার আগে তিনি একজন বিমান পরিচারক ছিলেন। তিনি কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করার পর লেখাপড়া করেন। ২০০৮ সালে তিনি হংকংয়ের একজন বিখ্যাত সংগীতজ্ঞের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি সংগীত রচনা শিক্ষা শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এক' শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আগা নিজে গানটির সুর রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আগা'র কন্ঠে 'এক' শীর্ষক গান। তিনি এভাবে কাজ করতে করতে সংগীত রচনা করতেন। পরে তিনি বিমান পরিচারকের কাজ ত্যাগ করেন। তিনি বিভিন্ন ব্যান্ডে অংশ নিয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। তিন বছর পর তিনি পুনরায় বিমান পরিচারকের কাজে ফিরে যান। কিন্তু কাজ করার পাশাপাশি সংগীত রচনা করার চেষ্টা করতেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'টুনাইট' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটির সুর আগা নিজে রচনা করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আগা'র কন্ঠে 'টুনাইট' শীর্ষক গান। ২০১২ সালে তিনি নিজের প্রথম সংগীত প্রকাশ করেন। একই বছরে তাঁর অন্য বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য রচিত সংগীত জনপ্রিয় হয়ে ওঠে। পরে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে একজন কন্ঠশিল্পী হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সীমাহীন' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। তিনি নিজে এর সুর রচনা করেন। গানটি ২০১৮ সালে 'BILLBOARD RADIO'-এর দশটি শ্রেষ্ঠ ক্যান্টোনিজ ভাষার সংগীত তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আগা'র কন্ঠে 'সীমাহীন' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'টু অ্যাট এ টাইম' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আগা নিজে এর সুর রচনা করেছেন। গানটিতে বলা হয়েছে: দু'জন খুব সহজে প্রতারিত হতে পারে। দু'জনের সুবিধা অনেক বেশি। কিন্তু সবকিছু আশা করা ঠিক না। You always fall in love with Two at a time, I never wanted you to keep me on your mind oh you. দয়া করো, দু'জনের অস্পষ্ট সমস্যা সমাধান করো। hm... You don't know how I feel, You never do. চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040