মহামারি মোকাবিলায় বাংলাদেশকে আরও ১০ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি
  2020-08-30 15:09:00  cri

অগাস্ট ৩০: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) নভেল করোনাভাইরাস পরীক্ষা, ট্র্যাকিং, ও চিকিত্সাসহ নানান বিষয়ে দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশকে আরও ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। গত ২৮ অগাস্ট ব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে এআইআইবি বলেছে, বিশ্বে সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশের বহু মানুষ এখনও গণস্থাপনায় ও সেবার অভাব আছে—এমন বাড়িতে বাস করে। মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের জন্য যা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ৮০ শতাংশের বেশি কর্মরত মানুষ অনানুষ্ঠানিক বিভাগে কাজ করে এবং অনেক মানুষ বিদেশে কাজ করে বলে মহামারি নিয়ন্ত্রণ একটি কষ্টসাধ্য ব্যাপার।

ব্যাংক আরও বলেছে, বিশ্ব ব্যাংকের সঙ্গে সহযোগিতা করে এআইআইবি একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরি শুরু করবে। মে মাসে মহামারির মোকাবিলায় এআইআইবি ও এশীয় উন্নয়ন ব্যাংক একযোগে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছিল। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040