আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কোভিড-১৯ বিষয়ক নিয়মিত এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে। হু'র মহাপরিচালক তেদ্রোস আদ্হানম এসময় বলেন, কোভিড-১৯ মহামারী বিশ্বের একমাত্র সংকট নয়। অনেক দেশে, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে কয়েক বছর ধরে চলছে সংঘর্ষ ও অন্যান্য মানবিক সংকট। মহামারীর কারণে সংকটগুলো আরও গুরুতর হতে পারে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে ৬৯ কোটি ক্ষুধার্ত মানুষ ছিল। ২০২০ সালে আরও ১৩ কোটি ২০ লাখ মানুষ এ সংখ্যার সঙ্গে যুক্ত হবে বলে অনুমান করা হচ্ছে। শিক্ষা-বাজেট বড় আকারে কমানো ও কোভিড-১৯ মহামারীর আঘাতে চলতি বছরের শেষ দিকে ৯৭ লাখ শিশু চিরকালের মতো শিক্ষা গ্রহণের সুযোগ হারাবে। কোভিড-১৯ মহামারীর কারণে গৃহহারা, খাদ্যের অভাব ও অপুষ্টিসহ নানা সমস্যা আরও গুরুতর হবে।