সংগীত কোনো দেশের সীমানা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন-না-কেন, আসুন সংগীত উপভোগ করি।
লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সব মানুষের মাঝে বাস করে 'এক মনের মানুষ'। আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় সাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি 'অচিন পাখি' বলেছেন, তার বাস। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। আর এটাই বাউলতত্ত্বে 'নির্বাণ' বা 'মোক্ষ' বা 'মহামুক্তি' লাভ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাঁর বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে।
কেন খুঁজিস মনের মানুষ বনে সদাই
为什么一直在找内心的人
কেন খুঁজিস মনের মানুষ বনে সদাই।
为什么一直在找内心的人
এবার নিজ আত্ম রূপ যে আছে দেখো সেই রূপ দীন দয়াময়।।
这次看看自己本来的样子,可怜又慈善。
কারে বলি জীবাত্মা কারে বলি স্বয়ং কর্তা ।
跟谁说的生命心灵,跟谁说的自己的主人。
আবার দেখি ছটা চোখে ভেল্কি লেগে মানুষ হারায়।।
再看那闪亮的眼睛里迷惑人们迷失了。
বলবো কী তাঁর আজব খেলা আপনি গুরু আপনি চেলা।
对于他的奇怪的游戏我能说什么呢,自己是师傅自己是徒弟
পড়ে ভূত ভুবনের পন্ডিত যে জন আত্মতত্ত্বের প্রবর্ত নয়।।
落在鬼的世界里的那个人,不是精神理论介绍的开始
পরমাত্মাকে রূপ ধরে জীবাত্মাকে হরণ করে।
通过以至高精神的形态来剥夺生命精神
লোকে বলে যায়রে নিদ্রে সে যে অভেদব্রহ্ম ভেবে লালন কয়।।
拉龙给人们说,去睡吧,就当那是统一的梵吧。
তিনি বিশ্বাস করতেন মনের মানুষ এর কোন ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, কূল নেই। মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু শরীরেই মনের বাস। সব মানুষের মনে ঈশ্বর বাস করেন। লালনের এই দর্শনকে কোন ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না। লালন, মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তা রূপে। খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দি করে রাখা যায় না।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
笼子里那不知名的鸟是如何飞来飞走的
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
笼子里那不知名的鸟是如何飞来飞走的
ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়।।
如果抓住的话就给鸟儿的脚上戴上心的锁链。
আট কুঠুরি নয় দরজা আটা
八个小房子九扇小门
মধ্যে মধ্যে ঝরকা কাটা
在里面窗户也装好了
তার উপরে সদর কোঠা
它的上面是主要的房间
আয়নামহল তায়।।
那是镜子大厅。
কপালের ফ্যার নইলে কি আর (পরিণতি)
如果不是命运还能是什么呢
পাখিটির এমন ব্যবহার
鸟儿的这种行为
খাঁচা ছেড়ে পাখি আমার
离开笼子我的鸟儿
কোন বনে লুকায়।।
躲藏在哪片森林里。
মন তুই রইলি খাঁচার আশে
心啊,你停留在笼子的旁边
খাঁচা যে তোর কাচা বাঁশে
笼子是你的青竹子
কোনদিন খাঁচা পড়বে ধসে
某一天笼子会掉下来
লালন ফকির কয়।।
修行者拉龙说。
লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি-কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণেই লালনের সেই সংগ্রামে বহু শিষ্ট ভূস্বামী, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন ।
সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে
人们都说,修行者拉龙是什么种姓的孩子
সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে।
人们都说,修行者拉龙是什么种姓的孩子
কারে বা কী বলি আমি দিশে না মেলে।।
应该跟他们说什么我一点都没有头绪。
শ্বেতদণ্ড জরায়ু ধরে
肤色的规则是从子宫里就开始的
এক একেশ্বর সৃষ্টি করে
一个唯一的神制定的
আগম নিগুম চরাচরে
未来的世界里
তাই তো জাত ভিন্ন বলে।।
种姓可能说的是不同的东西
জাত বলিতে কী হয় বিধান
经典上是怎么说种姓的
হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান
印度教徒、穆斯林、佛教徒、基督徒
জাতের আছে কিবা প্রমাণ
怎么证明种姓存在呢
শাস্ত্র খুঁজিলে।।
经典中能找到。
মানুষের নাই জাতের বিচার
人们没有对种姓的判断
এক এক দেশে এক এক আচার
每个国家不同的传统
লালন বলে জাতের ব্যবহার
拉龙说,种姓这个词怎么用
গিয়াছি ভুলে।।
我已经忘了。
আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুই হাজার গান রচনা করেছিলেন। তার সহজ-সরল শব্দময় এই গানে মানবজীবনের রহস্য, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম-গোত্র-বর্ণ-সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিম মধ্যে জাতিগত বিভেদ-সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি মানুষে-মানুষে কোনও ভেদাভেদে বিশ্বাস করতেন না। মানবতাবাদী লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ। আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন। লালনকে অনেকে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে। কেউ তাকে হিন্দু, কেউ মুসলমান হিসেবে পরিচয় করাবার চেষ্টা করেছেন। লালনের প্রতিটি গানে তিনি নিজেকে ফকির ( আরবি 'সাধু') হিসেবে উপস্থাপন করেছেন।
সব লোকে কয় লালন কী জাত সংসারে
所有人都说,拉龙到底是什么种姓
সব লোকে কয় লালন কী জাত সংসারে।
所有人都说,拉龙到底是什么种姓
লালন কয় জেতের কী রূপ দেখলাম না এই নজরে।।
拉龙说,种姓是什么样的,我的眼睛看不到。
সুন্নত দিলে হয় মুসলমান
穆斯林(男人)要行割礼
নারী লোকের কী হয় বিধান
那根据规定女人们呢?
বামুন চিনি পৈতে প্রমাণ
圣线是认出(男)婆罗门的证据
বামনী চিনি কীসে রে।।
那怎样能认出女婆罗门呢?
কেউ মালা কেউ তসবি গলে
有人脖子上戴着项链有人戴着念珠
তাই তে কি জাত ভিন্ন বলে
难道这就是种姓的区别吗
আসা কিংবা যাওয়ার কালে
当你来到这个世界或者走的时候
জেতের চিহ্ন রয় কার রে।।
种姓的印迹谁又有呢?
জগৎ জুড়ে জাতের কথা
世界上一直在说关于种姓的话
লোকে গল্প করে যথাতথা
人们将的故事都像模像样的
লালন বলে জেতের ফাতা (জাতের পার্থক্য)
拉龙说种姓的区别
ডুবাইছি সাধবাজারে।।
沉入了欲望的市场。
সুপ্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আপনার পছন্দের গান বা কবিতাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন। এই গান ও কবিতার পেছনে আপনার গল্প বা অনুভূতিগুলোও আমাকে পাঠাতে পারেন। আমি বাছাই করে চীনা ভাষায় অনুবাদ করে অনুষ্ঠানে প্রচার করবো। কেমন?
আমার ইমেল ঠিকানা হচ্ছে: 1478605810@qq.com আশা করি আপনাদের সঙ্গে আরো অনেক সুন্দর সুন্দর গান বা কবিতার কথা শেয়ার করতে পারি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে।
(স্বর্ণা/তৌহিদ/সুবর্ণা)